Cloud: মেঘে মেঘে ছেয়েছে আকাশ! বর্ষার এক ফালি মেঘে কত KG জল থাকে জানেন? শুনলে ভয় পেয়ে যাবেন

Last Updated:
আকাশে মূলত তিন ধরনের মেঘ দেখা যায়৷ সিরাস, কিউমুলাস এবং স্ট্র্যাটাস৷ ভূ-পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় যে মেঘ থাকে, তাকে সাধারাণত, সিরাস বলে৷ সিরাস সাধারণত, বরফকণা দিয়ে তৈরি হয়৷
1/8
দিগন্তজুড়ে ছড়িয়ে যাওয়া কৃষ্ণ কালো মেঘ৷ তার নীচে অদ্ভুত আলোয় আলোকিত ঘরবাড়ি, মাঠঘাট, বাড়ির ছাদ৷ জানেন, এই মেঘে ঠিক কত পরিমাণ জল থাকতে পারে? বৃষ্টির মেঘে এত জল থাকে যে, তা একটা ছোট খাটো শহরে বন্যা ডেকে আনার জন্য যথেষ্ট৷ পরিমাণ শুনলে তো ভিরমি খাবেন৷
দিগন্তজুড়ে ছড়িয়ে যাওয়া কৃষ্ণ কালো মেঘ৷ তার নীচে অদ্ভুত আলোয় আলোকিত ঘরবাড়ি, মাঠঘাট, বাড়ির ছাদ৷ জানেন, এই মেঘে ঠিক কত পরিমাণ জল থাকতে পারে? বৃষ্টির মেঘে এত জল থাকে যে, তা একটা ছোট খাটো শহরে বন্যা ডেকে আনার জন্য যথেষ্ট৷ পরিমাণ শুনলে তো ভিরমি খাবেন৷
advertisement
2/8
কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও ঝিরিঝিরি, আবার কখনও আকাশভাঙা বৃষ্টি৷ আমরা সকলেই ছোটবেলার বিজ্ঞান বা ভূগোল বইয়ে বৃষ্টি হওয়ার প্রক্রিয়া পড়েছি৷ কিন্তু, কখনও ভেবে দেখিনি, ওই এক টুকরো হাওয়ায় ভেসে বেড়ানো মেঘে কতটা জল থাকতে পারে৷
কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও ঝিরিঝিরি, আবার কখনও আকাশভাঙা বৃষ্টি৷ আমরা সকলেই ছোটবেলার বিজ্ঞান বা ভূগোল বইয়ে বৃষ্টি হওয়ার প্রক্রিয়া পড়েছি৷ কিন্তু, কখনও ভেবে দেখিনি, ওই এক টুকরো হাওয়ায় ভেসে বেড়ানো মেঘে কতটা জল থাকতে পারে৷
advertisement
3/8
আকাশে মূলত তিন ধরনের মেঘ দেখা যায়৷ সিরাস, কিউমুলাস এবং স্ট্র্যাটাস৷ ভূ-পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় যে মেঘ থাকে, তাকে সাধারাণত, সিরাস বলে৷ সিরাস সাধারণত, বরফকণা দিয়ে তৈরি হয়৷
আকাশে মূলত তিন ধরনের মেঘ দেখা যায়৷ সিরাস, কিউমুলাস এবং স্ট্র্যাটাস৷ ভূ-পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় যে মেঘ থাকে, তাকে সাধারাণত, সিরাস বলে৷ সিরাস সাধারণত, বরফকণা দিয়ে তৈরি হয়৷
advertisement
4/8
কিউমুলাস মানে হল স্তম্ভ৷ অনেক পেঁজা তুলো একের পর উপর এক রেখে দিলে যেমন দেখতে হয়, এই মেঘ ঠিক তেমন দেখতে৷
কিউমুলাস মানে হল স্তম্ভ৷ অনেক পেঁজা তুলো একের পর উপর এক রেখে দিলে যেমন দেখতে হয়, এই মেঘ ঠিক তেমন দেখতে৷
advertisement
5/8
 যদি এই কিউমুলাস মেঘ কালো রঙের দেখতে হয়, তখন তাকে কিউমুলোনিম্বাস বলে৷ এই মেঘ থেকে বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হয়৷ এই ধরনের মেঘে প্রায় ৫ লক্ষ টন জল থাকে৷
যদি এই কিউমুলাস মেঘ কালো রঙের দেখতে হয়, তখন তাকে কিউমুলোনিম্বাস বলে৷ এই মেঘ থেকে বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হয়৷ এই ধরনের মেঘে প্রায় ৫ লক্ষ টন জল থাকে৷
advertisement
6/8
বিজ্ঞানীরা বলছেন, এক বর্গ মাইলের এক ইঞ্চি বৃষ্টিপাত হলে, সেই জলের পরিমাণ প্রায় ১৭.৪ মিলিয়ন গ্যালন৷ এই জলের ওজন হতে পারে প্রায় ৬৪ মিলিয়ন কেজি৷  তাই আকাশে ভেসে বেড়ানো মেঘ তুলোর মতো দেখতে মনে হলেও তা কিন্তু ওজনে তুলোর মতো হাল্কা নয়৷
বিজ্ঞানীরা বলছেন, এক বর্গ মাইলের এক ইঞ্চি বৃষ্টিপাত হলে, সেই জলের পরিমাণ প্রায় ১৭.৪ মিলিয়ন গ্যালন৷ এই জলের ওজন হতে পারে প্রায় ৬৪ মিলিয়ন কেজি৷ তাই আকাশে ভেসে বেড়ানো মেঘ তুলোর মতো দেখতে মনে হলেও তা কিন্তু ওজনে তুলোর মতো হাল্কা নয়৷
advertisement
7/8
বিজ্ঞানীরা বলছেন, একটি কিউমুলাস মেঘের গড় ওজন ১.১ মিলিয়ন পাউন্ড৷ যা ১০০টা হাতির ওজনের সমান৷
বিজ্ঞানীরা বলছেন, একটি কিউমুলাস মেঘের গড় ওজন ১.১ মিলিয়ন পাউন্ড৷ যা ১০০টা হাতির ওজনের সমান৷
advertisement
8/8
ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় থাকা মেঘল থেকে হঠাৎই ভারী বৃষ্টিপাত শুরু হলে তা মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে৷ এক্ষেত্রে, ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত হতে পারে৷
ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় থাকা মেঘল থেকে হঠাৎই ভারী বৃষ্টিপাত শুরু হলে তা মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে৷ এক্ষেত্রে, ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত হতে পারে৷
advertisement
advertisement
advertisement