

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ অনেকের সঙ্গেই মন খুলে কথা হবে। মনের মানুষের সঙ্গে সুষ্ঠু আলোচনা সম্পর্কের ভিত সুদৃঢ় করবে।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ হাজার চেষ্টা করলেও ঝামেলা এড়িয়ে চলা সম্ভব হবে না, তাই যতটা পারুন মাথা ঠাণ্ডা রাখুন।


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অজানা কোনও কারণে আপনার মন আজ অস্থির হয়ে থাকবে, কাছের মানুষের সঙ্গে কথা বলে এই অস্বস্তি দূর করুন।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। শেয়ার মার্কেটে বিনিয়োগ এবং নয়া বাণিজ্যিক উদ্যোগ শুরুর পক্ষে দিনটি ভালো নয়, তাই কর্মোদ্যমে একটু রাশ টানা প্রয়োজন।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। অন্যরা যা বলছেন, চুপচাপ শুধু শুনে যান। এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না, আজকের দিনটা তার পক্ষে ভালো নয়।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আবেগ এবং ব্যক্তিগত জীবনের সমস্যা কর্মক্ষেত্রে উন্নতির পথরোধ করবে, তাই নিজেকে সংযত রাখাটাই ঠিক হবে।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কর্মক্ষেত্রে দিনটি সুন্দর কাটবে, দীর্ঘ দিন ধরে চলা কোনও আইনি সমস্যার সমাধানও আপনার পক্ষেই ঘটবে।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। একা হাতে সব দিক সামলানোর জন্য আজ আপনি অঢেল প্রশংসা পাবেন, অন্যে আপনাকে দেখে প্রেরণা পাবেন।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মনে হবে, দিনটি যেন ভালোবাসার জন্যই তৈরি, কিন্তু আদপে তা নয়। অতএব, রোম্যান্টিক কোনও ম্পর্ক তৈরির আগে সব দিক খতিয়ে ভাবুন।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। বন্ধুরা সমস্যায় আপনাকে আজ পাশে পাবেন। তবে নিজের কাজে মন বসবে না, একঘেয়েমি গ্রাস করবে।


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনাকে দেখে অনেকেই নিজের আদর্শ ঠিক করবেন, তাই ব্যবহারটি নম্র হওয়া প্রয়োজন।