

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ আপনি অন্যের হৃদয় ভাঙার কারণ হয়ে উঠতে পারেন। তবে আপনার সঙ্গী/সঙ্গিনী এতে খুশি হবেন। বিবাহিতদের সম্পর্ক আরও পোক্ত হবে।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ নিজের মেজাজ সামলে চলতে না পালে ঘনিষ্ঠ বন্ধু হারানোর আশঙ্কা রয়েছে। যতটা পারুন, হাসিখুশি থাকার চেষ্টা করুন।


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ নিজের আবেগ এবং মেজাজ নিয়ন্ত্রণ করে চলার দিন- এই ব্যাপারে আত্মোপলব্ধি আপনার সহায়ক হয়ে উঠতে পারে।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটি কর্মক্ষেত্রে খুবই ভালো কাটবে, পারিবারিক জীবনেও আনন্দ ঝলমল করবে- সব মিলিয়ে একটা সুন্দর দিন অপেক্ষা করছে আপনার জন্য।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। ভাগ্য আজ আপনার সহায় হবে- দীর্ঘ দিন ধরে চলতে থাকা কোনও বিজনেস ডিল নিয়ে আজ পাকা কথা হতে পারে।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজকের দিন কেমন কাটবে, তা নির্ভর করছে আপনার আচরণের উপরে, মানে মেজাজ সামলে রাখতে পারলে সব সমস্যার সমাধান হবে। আজ অতিরিক্ত খরচের সম্ভাবনা আছে।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ আপনার বাড়ির কোনও কাজে হাত দিতে ইচ্ছে করবে। দিনের শেষে দেখবেন- যে কোনও কাজেই আপনার এক সহজাত প্রতিভা রয়েছে।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বাড়ি-গাড়ি বেচাকেনার পক্ষে দিনটি ভালো, তবে বাণিজ্যক্ষেত্রে খুব বেশি লাভের মুখ দেখা যাবে না। এক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আরও বেশি খাটতে হবে।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ দুপুরের দিকে কোনও বিজনেস মিটিংয়ে যোগ দিতে হতে পারে, যেখানে উপস্থিত হওয়ার আগে প্রচুর অর্থব্য়য়ের সম্ভাবনা রয়েছে।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কর্মক্ষেত্রের প্রতিটি খুঁটিনাটি যদি নজর করে চলতে পারেন, আজ দিনের শেষে প্রশংসা আর তৃপ্তি আপনার জন্য অপেক্ষা করছে। ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত করার চিন্তাভাবনা শুরু করতে পারেন।


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ কিছু ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই মতো কাজ করতে হবে। তবে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে দেখে নিতে ভুলবেন না।