

ফাগুন লেগেছে বনে বনে... রঙে নাচে গানে বসন্ত জাগ্রত দ্বারে। ছুঁতে চাওয়ার মুহূর্তরা জানে। রং-বাজির মানে। রাঙিয়ে দিয়ে যাও। দোলে-হোলিতে গলাগলি। রং-পলাশের পদাবলি। কলকাতা থেকে জেলা- রঙের উৎসবে মাতোয়ারা বাংলা। কিন্তু সবার জন্য সব রং শুভ নয়। দোল খেলুন আপনার রাশি মেনেই। কোন রং দিয়ে দোল খেললে জীবন বাড়বে সুখ সমৃদ্ধি... জেনে নিন


মেষ রাশির জাতকদের জন্য লাল আর হলুদ রঙ অত্যন্ত শুভ। জ্যোতিষীদের মতে এই রঙগুলি আপনার ভাগ্য খোলবার জন্য প্রয়োজনীয় আর আপনার জীবনে প্রেমও এনে দেবে


বৃষ রাশির জাতক জাতিকারা সাদা জামা পড়ে বেগুনি রঙে হোলি খেলতে বলছেন জ্যোতিষীরা। এতে সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হবে


কর্কট রাশির জাতক জাতিকারা হলুদ বা সবুজ রঙ নিয়ে এই হোলিতে আনন্দে মাততে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। (Image: Reuters)


হলুদ রঙ নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা খেলতে বলছেন জ্যোতিষীরা । এছাড়াও পার্পেলও আপনাদের জন্য শুভ রঙ।


তুলা - কমলা কিংবা নীল রঙেই এবারের দোল জমবে আপনার। জ্যোতিষবিদদের দাবি এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি কেউ রুখতে পারবেনা ।


বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাল, কমলা, হলুদ রঙের আবির দিয়ে হোলি খেলুন। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে।


কুম্ভ রাশির জন্য নীল রঙ অত্যন্ত শুভ। হোলির দিন নিজেকে এই রঙে রাঙিয়ে নিলে তা সৌভাগ্য বাড়াবে। (Image: PTI)