Holi 2021: এক নজরে দেখে নিন এ'বছর দোল পূর্ণিমার নির্ঘণ্ট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন ২০২১ সালের দোল পূর্ণিমার তারিখ ও ক্ষণ...
ফাগুন লেগেছে বনে বনে... রঙে নাচে গানে বসন্ত জাগ্রত দ্বারে। ছুঁতে চাওয়ার মুহূর্তরা জানে। রং-বাজির মানে। রাঙিয়ে দিয়ে যাও। দোলে-হোলিতে গলাগলি। রং-পলাশের পদাবলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব মতে, এই ফাল্গুনী পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিরে রাঙিয়ে দিয়েছিলেন রাধিকা ও অন্যান্য সখীদের । সেই সময় থেকেই দোল উত্সবের প্রচলন! একনজরে দেখে নিন, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এবছর দোল পূর্ণিমার দিন, ক্ষণ, লগ্ন...
advertisement
advertisement
advertisement
advertisement