Lifestyle: অতিরিক্ত মোবাইল ঘাঁটা ডেকে আনছে বন্ধ্যাত্ব, হুহু করে কমে শুক্রাণু, গবেষণায় উঠে এল হাড়হিম করা তথ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রায়ই বিভিন্ন গবেষণায় মোবাইলের না না ক্ষতিকারক দিকে কথা উঠে আসে৷ যার কোনওটা মানসিক, কোনওটা শারীরিক৷ সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন অত্যধিক ব্যবহার করার ফলে কমে যাচ্ছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা৷ এর ফলে আগের তুলনায় বেশি মাত্রায় বন্ধ্যাত্বের শিকার হচ্ছেন পুরুষ৷ কিন্তু কী ভাবে? কী তাঁদের ব্যাখ্যা?
advertisement
প্রায়ই বিভিন্ন গবেষণায় মোবাইলের না না ক্ষতিকারক দিকে কথা উঠে আসে৷ যার কোনওটা মানসিক, কোনওটা শারীরিক৷ সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন অত্যধিক ব্যবহার করার ফলে কমে যাচ্ছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা৷ এর ফলে আগের তুলনায় বেশি মাত্রায় বন্ধ্যাত্বের শিকার হচ্ছেন পুরুষ৷ কিন্তু কী ভাবে? কী তাঁদের ব্যাখ্যা?
advertisement
advertisement
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, মোবাইল থেকে অনেক ক্ষেত্রেই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়৷ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে এই রেডিয়েশন পুরুষের শুক্রাণুর সামগ্রিক গঠনের উপরে খুব খারাপ প্রভাব ফেলে৷ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে মোট শুক্রাণুর সংখ্যাা, তার স্বাস্থ্য, বীর্যের ঘনত্বও কমিয়ে দেয়৷ এর ফলে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতাও সামগ্রিক ভাবে হ্রাস পায়৷ অনেক ক্ষেত্রে তা বন্ধ্যাত্বের কারণ পর্যন্ত হতে পারে৷
advertisement
বীর্যের গুণমান অনেকগুলি বিষয়ের উপরে নির্ভর করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) প্যারামিটার অনুসারে, যদি কোনও পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়নের কম হয়, তাহলে তার সন্তান উৎপাদন করতে ১ বছরের বেশি সময় লেগে যেতে পারে। এ ছাড়া, শুক্রাণুর ঘনত্ব প্রতি মিলিলিটারে ৮ কোটির কম হলে সেই পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা না-এর দিকেই বলা চলে৷
advertisement
সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের ২০০৫ থেকে ২০১৮ সালের মধ্যে ১৮ থেকে ২২ বছর বয়সি ২,৮৮৬ জন সুইস পুরুষের উপরে একটি পরীক্ষা নিরীক্ষ করে৷ সেখানে দেখা যায় ঘন ঘন মোবাইল ফোনের ব্যবহার এবং কম শুক্রাণুর ঘনত্ব হ্রাসের মধ্যে সম্পর্ক রয়েছে। যাঁরা তাঁদের ফোন দিনে ২০ বারের বেশি ব্যবহার করেন তাঁদের তুলনায়, যাঁরা সপ্তাহে একবারের বেশি ফোন ব্যবহার করেন, তাঁদের গড় শুক্রাণুর ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। অর্থাৎ, সামগ্রিকভাবে, আপনি কতটা মোবাইল ফোন ব্যবহার করেন সেটি একটি উল্লেখযোগ্য বিষয়।
advertisement