Haridas Pal: 'কে তুমি হরিদাস পাল!' এই হরিদাস আসলে কে জানেন? কেন এমন বলা হয়? হুগলির সন্তান আসলে বাঙালির গর্ব! পরিচয় শুনে শ্রদ্ধায় মাথানত হয়ে যাবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Haridas Pal: জানা যায়, ১৮৭৬ সালে পশ্চিমবঙ্গের রিষড়ার এক অতি দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম। তার পিতা নিতাইচরণ পাল।
বাংলার সেই বিখ্যাত প্রবাদ জানেন তো? কে তুমি হরিদাস পাল (Haridas Pal)? বাংলায় প্রচলিত একটি প্রবাদ কথন। সাধারণত কোনও অযোগ্য ও তুচ্ছ ব্যক্তিকে অবহেলা করে বলা হয়ে থাকে “তুমি কোন হরিদাস পাল?”কিন্তু হরিদাস পাল শুধু কথার কথা নয়, তিনি কিন্তু বাস্তবেই ছিলেন। তৎকালীন বাঙালি সমাজের এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর নামে রয়েছে রাস্তাও।
advertisement
advertisement
advertisement
এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতার নানা জায়গায় ও গুয়াহাটিতে ছড়িয়ে পড়ে। হরিদাস অত্যন্ত সৎ ও দয়ালু ছিলেন। বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে স্থান করে দেয়। তাঁর দান ধ্যান ও পরোপকারের জন্য জনসাধারণ তাকে বেজায় ভালবাসত। দাতা হরিদাসের উদার মনোভাব, মার্জিত ব্যবহার, সহানুভূতিশীল ব্যবহারে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সাধারণের কল্যাণে তিনি নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমাজে তিনি অত্যন্ত উঁচু সম্মানের আসনে অধিষ্ঠিত হন।
advertisement
advertisement
advertisement