Gold Mines In India:শুধু 'শঙ্করের আফ্রিকা' নয়, ভারতেও আছে সোনার খনি, চারপাশে শুধু তাল তাল সোনা, কোথায় বলুন তো? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Gold Mines In India: সোনা কে না ভালবাসে? আথচ সোনার দাম বেড়েই চলেছে। শুক্রবার রেকর্ড দাম সোনার। জানেন কি, শুধু 'শঙ্করের আফ্রিকা' নয়, আমাদের ভরতেও কিন্তু আছে সোনার খনি, কোথায় জেনে নিন
সোনা! এই হলুদ ধাতুর প্রতি কার না আকর্ষণ? সেই প্রাচীন কালের রাজা-মহারাজা থেকে, আজকের জেন-জি... সোনা সবাই ভালবাসে! এককথায়, সোনার কোনও বিকল্প নেই! কিন্তু সোনার দাম ফের আকাশছোঁয়া ৷ গত কয়েকদিন দাম কমার পর ফের হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে সোনালি ধাতুর দাম ৷ আমেরিকা ও চিনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ এবং ডলারের দুর্বলতার কারণে, বৃহস্পতিবার সোনার দামে অসাধারণ বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ তারিখে, সোনার দাম প্রায় ৩% বেড়ে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
advertisement
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'চাদের পাহাড়'-এর গল্প সবার জানা! সেই আফ্রিকার সোনার খনির খোঁজে অভিযান শঙ্করের! কিন্তু শুধু গল্পে পড়া আফ্রিকা নয়, আমাদের ভারতেও কিন্তু রয়েছে সোনার খনি, যার কথা অনেকেই জানেন না। প্রতি বছর ভারতে ৮০০ মেট্রিক টন সোনা ইমপোর্ট করা হয়। WGC-র মতে, ভারতে ২,১৯১.৫৩ মেট্রিক টন সোনা রয়েছে। তবে, এর অধিকংশের-ই খোঁজ পাওয়া যায় নি। বলুন তো ভারতে কোথায় সোনার খনি আছে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement