GK: কোন ফুল সকালে সাদা, বিকেলে গোলাপি আর সন্ধ্যায় লাল? বলতে পারবেন না ৯৯ শতাংশই...! চ্যালেঞ্জ!

Last Updated:
Lotus of Earth: দিনে ৩ বার রঙ বদলায় এই ফুল। বিপুল জনপ্রিয়তা বাড়িতে বাড়িতে। যাঁদের বাগান করার শখ, তাঁরাই অর্ডার করেন এই গাছ। অপূর্ব সুন্দর ফুল শোভা বাড়ায় বাগানের।
1/6
প্রকৃতিতে কত না বিস্ময়! এমন এক উদ্ভিদ রয়েছে, যার ফুল দিনে ৩ বার রঙ বদলায়! জানেন কী ফুল? চেনা লাগতে পারে। হয়তো দেখেছেন আপনিও। আজ জানুন, সেই ফুলের রহস্য।
প্রকৃতিতে কত না বিস্ময়! এমন এক উদ্ভিদ রয়েছে, যার ফুল দিনে ৩ বার রঙ বদলায়! জানেন কী ফুল? চেনা লাগতে পারে। হয়তো দেখেছেন আপনিও। আজ জানুন, সেই ফুলের রহস্য।
advertisement
2/6
দিনে ৩ বার রঙ বদলায় এই ফুল। বিপুল জনপ্রিয়তা বাড়িতে বাড়িতে। যাঁদের বাগান করার শখ, তাঁরাই অর্ডার করেন এই গাছ। অপূর্ব সুন্দর ফুল শোভা বাড়ায় বাগানের।
দিনে ৩ বার রঙ বদলায় এই ফুল। বিপুল জনপ্রিয়তা বাড়িতে বাড়িতে। যাঁদের বাগান করার শখ, তাঁরাই অর্ডার করেন এই গাছ। অপূর্ব সুন্দর ফুল শোভা বাড়ায় বাগানের।
advertisement
3/6
স্থানীয়রা এটিকে বলেন পদ্ম, কিন্তু এ পদ্ম জলে ফোটে না। ইংরেজিতে Land Lotus বা Hibiscus Mutabilis নামে পরিচিত এই ফুল। আর বাংলায় আমাদের খুবই পরিচিত, স্থলপদ্ম।
স্থানীয়রা এটিকে বলেন পদ্ম, কিন্তু এ পদ্ম জলে ফোটে না। ইংরেজিতে Land Lotus বা Hibiscus Mutabilis নামে পরিচিত এই ফুল। আর বাংলায় আমাদের খুবই পরিচিত, স্থলপদ্ম।
advertisement
4/6
জাতীয় ফুল তো বটেই, ভারতে পদ্ম ফুলের অপরিসীম ধর্মীয় গুরুত্বও রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে, পদ্মের উৎপত্তি ভগবান বিষ্ণুর নাভি থেকে বলে মনে করা হয় এবং ব্রহ্মাজি, ব্রহ্মাজি, যিনি পদ্ম ফুল থেকে জন্মগ্রহণ করেছিলেন। তাই পদ্মকে ব্রহ্মা, লক্ষ্মী ও সরস্বতীর আসন বলে মনে করা হয়।
জাতীয় ফুল তো বটেই, ভারতে পদ্ম ফুলের অপরিসীম ধর্মীয় গুরুত্বও রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে, পদ্মের উৎপত্তি ভগবান বিষ্ণুর নাভি থেকে বলে মনে করা হয় এবং ব্রহ্মাজি, ব্রহ্মাজি, যিনি পদ্ম ফুল থেকে জন্মগ্রহণ করেছিলেন। তাই পদ্মকে ব্রহ্মা, লক্ষ্মী ও সরস্বতীর আসন বলে মনে করা হয়।
advertisement
5/6
পদ্মফুল পবিত্রতা এবং ইতিবাচক শক্তির প্রতীক। এই ফুল ধারণ করলে শরীর ঠান্ডা থাকে এবং মানসিক প্রশান্তি আসে। তবে সেই ফুল জলে ফোটে। বিশেষ করে কাদায় বা পাঁকে।
পদ্মফুল পবিত্রতা এবং ইতিবাচক শক্তির প্রতীক। এই ফুল ধারণ করলে শরীর ঠান্ডা থাকে এবং মানসিক প্রশান্তি আসে। তবে সেই ফুল জলে ফোটে। বিশেষ করে কাদায় বা পাঁকে।
advertisement
6/6
স্থলপদ্ম খুব কম যত্নে বেড়ে উঠতে পারে। শুধুমাত্র নিয়মিত জল দিতে হয়। কোনও বিশেষ সার বা যত্ন প্রয়োজন হয় না। ছোট বাগানে, বাড়ির বারান্দায় বা মূল প্রবেশদ্বারের চারপাশে লাগানোর উপযুক্ত এই গাছ।
স্থলপদ্ম খুব কম যত্নে বেড়ে উঠতে পারে। শুধুমাত্র নিয়মিত জল দিতে হয়। কোনও বিশেষ সার বা যত্ন প্রয়োজন হয় না। ছোট বাগানে, বাড়ির বারান্দায় বা মূল প্রবেশদ্বারের চারপাশে লাগানোর উপযুক্ত এই গাছ।
advertisement
advertisement
advertisement