Most Mysterious Country: বিশ্বের সবচেয়ে 'রহস্যঘন' দেশ এটিই! কিন্তু কেন কেউ এখানে বেড়াতে আসে না? জানলে চমকে যাবেন

Last Updated:
World's Most Mysterious Country: এই দেশ অত্যন্ত সুন্দর। চোখ ফেরাতে পারবেন না, এমনই স্থাপত্য, ভাস্কর্যের সম্ভার এখানে। কিন্তু কেউ তো দেখতেই পান না সে সব!
1/8
প্রকৃতিতে কতই না রহস্য! সৌন্দর্যপিপাসু মানুষ তার কিছু আঁচ পায়, দেখে আশ মেটায়। তবে সব কি আর মানুষের পক্ষে ঘুরে দেখা সম্ভব? আজ এমন এক দেশের কথা বলব, সেখানে অপার রহস্য এবং সৌন্দর্য থাকলেও মানুষের পা পড়ে না। কেন জানেন? চমকে যাবেন সত্যিটা শুনলে।
প্রকৃতিতে কতই না রহস্য! সৌন্দর্যপিপাসু মানুষ তার কিছু আঁচ পায়, দেখে আশ মেটায়। তবে সব কি আর মানুষের পক্ষে ঘুরে দেখা সম্ভব? আজ এমন এক দেশের কথা বলব, সেখানে অপার রহস্য এবং সৌন্দর্য থাকলেও মানুষের পা পড়ে না। কেন জানেন? চমকে যাবেন সত্যিটা শুনলে।
advertisement
2/8
কেউ বেড়াতে যায় না এমন দেশ? শুনেই মনে হবে উত্তর কোরিয়া। কিন্তু যে দেশের কথা বলছি, সে দেশে বেড়ানোর উপর কোনও নিষেধাজ্ঞা নেই। এই দেশে দেখার মতো অনেক জায়গা আছে কিন্তু আপনি একজন পর্যটকও পাবেন না।
কেউ বেড়াতে যায় না এমন দেশ? শুনেই মনে হবে উত্তর কোরিয়া। কিন্তু যে দেশের কথা বলছি, সে দেশে বেড়ানোর উপর কোনও নিষেধাজ্ঞা নেই। এই দেশে দেখার মতো অনেক জায়গা আছে কিন্তু আপনি একজন পর্যটকও পাবেন না।
advertisement
3/8
এই দেশ অত্যন্ত সুন্দর। চোখ ফেরাতে পারবেন না, এমনই স্থাপত্য, ভাস্কর্যের সম্ভার এখানে। কিন্তু কেউ তো দেখতেই পান না সে সব! এই দেশ গোটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। বাকি দেশের মানুষ এই দেশের কথা জানেন না। আবার এই দেশের মানুষও বিশ্বের বাকি অস্তিত্বের কথা জানে না।
এই দেশ অত্যন্ত সুন্দর। চোখ ফেরাতে পারবেন না, এমনই স্থাপত্য, ভাস্কর্যের সম্ভার এখানে। কিন্তু কেউ তো দেখতেই পান না সে সব! এই দেশ গোটা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। বাকি দেশের মানুষ এই দেশের কথা জানেন না। আবার এই দেশের মানুষও বিশ্বের বাকি অস্তিত্বের কথা জানে না।
advertisement
4/8
১৯৯১ সাল পর্যন্ত এই দেশ সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল। এখানে বসবাসকারী 60 শতাংশ মানুষ তুর্কি। রাজধানী আশগাবাত, যার অর্থ ভালোবাসার শহর। এখানে মানুষজনের আসার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই, তায় কেন আসতে পারে না কেউ জানেন?
১৯৯১ সাল পর্যন্ত এই দেশ সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল। এখানে বসবাসকারী 60 শতাংশ মানুষ তুর্কি। রাজধানী আশগাবাত, যার অর্থ ভালোবাসার শহর। এখানে মানুষজনের আসার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই, তায় কেন আসতে পারে না কেউ জানেন?
advertisement
5/8
এই দেশের ভিসা পাওয়া এতটাই কঠিন যে পর্যটকদের পক্ষে সম্ভব হয় না এখানে আসা। দীর্ঘ সময়ের জন্য বিশ্বের অন্যান্য অংশের থেকে এই দেশকে বিচ্ছিন্ন রাখতে এমন ব্যবস্থা করা হয়েছিল। সেই জটিলতা এখনও ঠিক হয়নি।
এই দেশের ভিসা পাওয়া এতটাই কঠিন যে পর্যটকদের পক্ষে সম্ভব হয় না এখানে আসা। দীর্ঘ সময়ের জন্য বিশ্বের অন্যান্য অংশের থেকে এই দেশকে বিচ্ছিন্ন রাখতে এমন ব্যবস্থা করা হয়েছিল। সেই জটিলতা এখনও ঠিক হয়নি।
advertisement
6/8
সম্প্রতি, একজন পর্যটক counting.countries নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই জায়গাটির একটি ভিডিও শেয়ার করেছেন। এখনও এই দেশে এলে নানা রোগের পরীক্ষা করা হয়। এই দেশে মার্বেল ও সোনার তৈরি অনেক বিলাসবহুল ভবন আছে কিন্তু সেগুলো দেখার মতো মানুষ নেই। এখানে ৫-৬ হাজার টাকায় প্রাসাদের মতো হোটেল পাওয়া যায়।
সম্প্রতি, একজন পর্যটক counting.countries নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই জায়গাটির একটি ভিডিও শেয়ার করেছেন। এখনও এই দেশে এলে নানা রোগের পরীক্ষা করা হয়। এই দেশে মার্বেল ও সোনার তৈরি অনেক বিলাসবহুল ভবন আছে কিন্তু সেগুলো দেখার মতো মানুষ নেই। এখানে ৫-৬ হাজার টাকায় প্রাসাদের মতো হোটেল পাওয়া যায়।
advertisement
7/8
এদিকে বাইরে থেকে এসে থাকার লোকই নেই! আপনাকে জানাই, এই দেশের নাম তুর্কমেনিস্তান। এই দেশের মানুষের যেখানে সেখানে ঘুরে বেরানোর এবং কথা বলার স্বাধীনতা নেই।
এদিকে বাইরে থেকে এসে থাকার লোকই নেই! আপনাকে জানাই, এই দেশের নাম তুর্কমেনিস্তান। এই দেশের মানুষের যেখানে সেখানে ঘুরে বেরানোর এবং কথা বলার স্বাধীনতা নেই।
advertisement
8/8
মজার বিষয়  হল, এই দেশের মানুষরা অনেক সুবিধাও পান। বিনামূল্যে মেলে জল, বিদ্যুৎ এবং গ্যাস। তবে, কালো গাড়ি রাখতে পারবেন না কেউ।
মজার বিষয় হল, এই দেশের মানুষরা অনেক সুবিধাও পান। বিনামূল্যে মেলে জল, বিদ্যুৎ এবং গ্যাস। তবে, কালো গাড়ি রাখতে পারবেন না কেউ।
advertisement
advertisement
advertisement