English of Gamcha: ইংরাজিতে গামছাকে কী বলে জানেন? 'Towel' নয় কিন্তু! উত্তর জানলে হাসি থামবে না

Last Updated:
English of Gamcha: আমরা সকলেই জানি তোয়ালের ইংরাজি হল টাওয়েল৷ আবার অনেকে মনে করে গামছার ইংরাজিও টাওয়েল তবে তা একদমই ঠিক নয়। গামছা একেবারেই গ্রাম বাংলার এক জিনিস৷ গ্রামে হাতে সুতো বুনে তৈরি করা হয় গামছা৷
1/7
রোজ আমাদের মাথায় নানা প্রশ্ন আসে। সেই সব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন হয়ে পরে।

রোজ আমাদের মাথায় নানা প্রশ্ন আসে। সেই সব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন হয়ে পরে।
advertisement
2/7
পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা আমাদের জানা নেই। আবার অনেক শব্দ আছে যার বাংলায় সবসময় ব‍্যবহৃত হয় বলে সেই সব শব্দের ইংরেজি আমরা জানি না।
পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা আমাদের জানা নেই। আবার অনেক শব্দ আছে যার বাংলায় সবসময় ব‍্যবহৃত হয় বলে সেই সব শব্দের ইংরেজি আমরা জানি না।
advertisement
3/7
সেরকমই একটি শব্দ হল গামছা। প্রতিটি বাঙালি বাড়িতেই গামছা ব‍্যবহারের কম বেশি চল আছে।
সেরকমই একটি শব্দ হল গামছা। প্রতিটি বাঙালি বাড়িতেই গামছা ব‍্যবহারের কম বেশি চল আছে।
advertisement
4/7
আমরা সকলেই জানি তোয়ালের ইংরাজি হল টাওয়েল৷ আবার অনেকে মনে করে গামছার ইংরাজিও টাওয়েল তবে তা একদমই ঠিক নয়।
আমরা সকলেই জানি তোয়ালের ইংরাজি হল টাওয়েল৷ আবার অনেকে মনে করে গামছার ইংরাজিও টাওয়েল তবে তা একদমই ঠিক নয়।
advertisement
5/7
গামছা আর টাওয়েলের বিস্তর পার্থক‍্য আছে। গামছা একেবারেই গ্রাম বাংলার এক জিনিস৷ গ্রামে হাতে সুতো বুনে তৈরি করা হয় গামছা৷
গামছা আর টাওয়েলের বিস্তর পার্থক‍্য আছে। গামছা একেবারেই গ্রাম বাংলার এক জিনিস৷ গ্রামে হাতে সুতো বুনে তৈরি করা হয় গামছা৷
advertisement
6/7
আন্তর্জাতিক স্তরেও গামছার বিক্রি শুরু হয়েছে কয়েক বছর ধরে৷ সেক্ষেত্রেও গামছার ইংরাজি জেনে নেওয়া ভাল৷ হাতে বোনা সুতোয় মোড়া জিনিস বলে এটির ইংরাজি নামকরনও সেই রকমই কার হয়েছে৷
আন্তর্জাতিক স্তরেও গামছার বিক্রি শুরু হয়েছে কয়েক বছর ধরে৷ সেক্ষেত্রেও গামছার ইংরাজি জেনে নেওয়া ভাল৷ হাতে বোনা সুতোয় মোড়া জিনিস বলে এটির ইংরাজি নামকরনও সেই রকমই কার হয়েছে৷
advertisement
7/7
একাধিক অভিধানে গামছার ইংরাজি বলে যা উল্লেখ করা হয়েছে, তা হল, a napkin made by handloom৷ অর্থাৎ হাতের তাঁতে তৈরি ন্যাপকিন৷
একাধিক অভিধানে গামছার ইংরাজি বলে যা উল্লেখ করা হয়েছে, তা হল, a napkin made by handloom৷ অর্থাৎ হাতের তাঁতে তৈরি ন্যাপকিন৷
advertisement
advertisement
advertisement