GK: পাখি ভালবাসেন? জানেন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি? হাসি পেতে পারে, কিন্তু উত্তরে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: পাখি বিশেষজ্ঞ আন্দ্রিয়াজ নিয়েডার সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেন।
advertisement
advertisement
advertisement
পাখি বিশেষজ্ঞ আন্দ্রিয়াজ নিয়েডার সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেন। মানুষ একটি ঘটনা যেভাবে দেখে, কাক সেই একই ঘটনা উপলব্ধি করে ভিন্নভাবে। কারণ মানুষ ও কাকের বিবর্তনের ধারাটি একদমই আলাদা। কাকদের ডায়নোসরের উত্তরসূরি হিসেবে ধরা হয়। এর অর্থ যদি কাকদের চিন্তাশক্তি কীভাবে কাজ করে, সেটা জানা যায় তবে স্তন্যপায়ী প্রাণীদের বাইরের যে বিশাল জীবজগৎ অর্থাৎ পাখিদের মস্তিষ্ক সম্পর্কে খুব সহজে জানা যাবে।
advertisement
advertisement
বিভিন্ন গাছের বীজ যেগুলো কাকদের খাদ্য কিন্ত খুবই শক্ত, সেগুলোকে কাকরা রাস্তায় ফেলে রাখে। গাড়ি আসলে বীজগুলো ভেঙে যায়, ফলে তারা সেগুলো খেতে পারে। শুধু তাই নয়, একটি কাক যে ঝাঁকের সদস্য, সে সেই ঝাঁকের অন্য কাকদের সঙ্গে সমাজবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করে। আর পাখিদের মস্তিষ্কের গঠন মৌলিকভাবে মানুষের মস্তিষ্কের চেয়ে আলাদা হওয়া সত্ত্বেও তাদের উচ্চ দক্ষতার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অবাক করার মতো বৈকি!