Richest King in the World: দুবাই, কাতার বা সৌদি আরব নয়, বিশ্বের ধনী রাজা কে জানেন? নাম শুনলে চমকে উঠবেন

Last Updated:
Generak Knowledge Richest King in the World: একবিংশ শতাব্দীতেও বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে রয়েছে রাজতন্ত্র, যেখানে রাজা দেশের রাষ্ট্রপ্রধান কোথাও আবার রাজা প্রতীকী রাষ্ট্রপ্রধান। কিন্তু জানেন কি বিশ্বের এত রাজাদের মধ্যে সবচেয়ে ধনী রাজা কে?
1/6
বিশ্বের অধিকাংশ দেশ থেকেই রাজতন্ত্রের অবসান ঘটেছে, অনেক দেশেই চলে এসেছে গণতন্ত্র। কিছু দেশে চলছে সেনা শাসন। তবে একবিংশ শতাব্দীতেও বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে রয়েছে রাজতন্ত্র, যেখানে রাজা দেশের রাষ্ট্রপ্রধান কোথাও আবার রাজা প্রতীকী রাষ্ট্রপ্রধান। Image-Representative
বিশ্বের অধিকাংশ দেশ থেকেই রাজতন্ত্রের অবসান ঘটেছে, অনেক দেশেই চলে এসেছে গণতন্ত্র। কিছু দেশে চলছে সেনা শাসন। তবে একবিংশ শতাব্দীতেও বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে রয়েছে রাজতন্ত্র, যেখানে রাজা দেশের রাষ্ট্রপ্রধান কোথাও আবার রাজা প্রতীকী রাষ্ট্রপ্রধান। Image-Representative
advertisement
2/6
কিন্তু জানেন কি বিশ্বের এত রাজাদের মধ্যে সবচেয়ে ধনী রাজা কে? নামটি জানলে আপনিও চমকে যাবেন। দুবাই বা সৌদি আরব নয় এমন কি কাতার বা কুয়েত নয়, যেখানে তেলের খনি থেকেই আসে অফুরান সম্পদ।Photo: Collected
কিন্তু জানেন কি বিশ্বের এত রাজাদের মধ্যে সবচেয়ে ধনী রাজা কে? নামটি জানলে আপনিও চমকে যাবেন। দুবাই বা সৌদি আরব নয় এমন কি কাতার বা কুয়েত নয়, যেখানে তেলের খনি থেকেই আসে অফুরান সম্পদ।Photo: Collected
advertisement
3/6
এশিয়ার এই দেশটির নাম থাইল্যান্ড। পর্যটনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ এই থাইল্যান্ড। কিন্তু শুধু পর্যটনই নয় এই দেশের রাজা পৃথিবীর সবচেয়ে ধনী রাজা। যদিও তিনি প্রতীকী রাষ্ট্রপ্রধান, তবে তাঁর সম্পত্তি ছাপিয়ে যাবে বিশ্বের যে কোনও রাষ্ট্রপ্রধানকে।
এশিয়ার এই দেশটির নাম থাইল্যান্ড। পর্যটনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ এই থাইল্যান্ড। কিন্তু শুধু পর্যটনই নয় এই দেশের রাজা পৃথিবীর সবচেয়ে ধনী রাজা। যদিও তিনি প্রতীকী রাষ্ট্রপ্রধান, তবে তাঁর সম্পত্তি ছাপিয়ে যাবে বিশ্বের যে কোনও রাষ্ট্রপ্রধানকে।
advertisement
4/6
থাইল্যান্ডের বর্তমান রাজার নাম মহা বাজিরালংকর্ণ বা রাজা দশম রাম। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা। তার থেকে অনেক পিছিয়ে ব্রিটেনের রাজা চার্লস বা সৌদি আরবের রাজা সালমান। প্রতীকী ছবি।
থাইল্যান্ডের বর্তমান রাজার নাম মহা বাজিরালংকর্ণ বা রাজা দশম রাম। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা। তার থেকে অনেক পিছিয়ে ব্রিটেনের রাজা চার্লস বা সৌদি আরবের রাজা সালমান। প্রতীকী ছবি।
advertisement
5/6
এই সম্পদের একটা বড় অংশ তিনি পেয়েছেন বংশানুক্রমে। তবে থাইল্যান্ডের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি এবং ব্যাংক অর্থাৎ ব্যাংকক ব্যাঙ্কের অংশিদারিত্ব রয়েছে থাইল্যান্ডের রাজার। Image: Reuters
এই সম্পদের একটা বড় অংশ তিনি পেয়েছেন বংশানুক্রমে। তবে থাইল্যান্ডের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি এবং ব্যাংক অর্থাৎ ব্যাংকক ব্যাঙ্কের অংশিদারিত্ব রয়েছে থাইল্যান্ডের রাজার। Image: Reuters
advertisement
6/6
তবে এখানেই শেষ নয়, আয়ের অন্যতম উৎস হিসেবে রয়েছে ১৬২১০ একর জমির নিয়ন্ত্রণ। ৪০ হাজার চুক্তি আছে এই জমিগুলি নিয়ে এবং সবটাই ভাড়ার চুক্তি। এই চল্লিশ হাজার ভাড়ার চুক্তির মধ্যে ১৭ হাজার চুক্তি রয়েছে শুধুমাত্র ব্যাংককেই, এখান থেকেই ভাড়া বাবদ বিপুল টাকা উপার্জন হয় থাইল্যান্ডের রাজা দশম রামের। প্রতীকী ছবি।
তবে এখানেই শেষ নয়, আয়ের অন্যতম উৎস হিসেবে রয়েছে ১৬২১০ একর জমির নিয়ন্ত্রণ। ৪০ হাজার চুক্তি আছে এই জমিগুলি নিয়ে এবং সবটাই ভাড়ার চুক্তি। এই চল্লিশ হাজার ভাড়ার চুক্তির মধ্যে ১৭ হাজার চুক্তি রয়েছে শুধুমাত্র ব্যাংককেই, এখান থেকেই ভাড়া বাবদ বিপুল টাকা উপার্জন হয় থাইল্যান্ডের রাজা দশম রামের। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement