GK Bird: কোন পাখি সারা বছরে মোটে একবার জল খায় জানেন! কৃষকদের বর্ষা আগমনের বার্তাও দেয় এই পাখি...
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
GK Bird: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই পাখি শুধু বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটার জলই পান করে। এই পাখির ডাক শোনা মাত্রই কৃষকেরা বুঝে নেন বৃষ্টি আসন্ন, এবং সেই আশা নিয়ে শুরু হয় মাঠের চাষের প্রস্তুতি...
আপনি নিশ্চয়ই শুনেছেন মানুষ দিনে একাধিকবার জল পান করে, কিন্তু আপনি কি জানেন একটি পাখি আছে, যেটি পুরো বছর মাত্র একবারই জল খায়? আর তা তখনই, যখন বর্ষার প্রথম বৃষ্টি পড়ে। শুনতে অদ্ভুত লাগলেও, এই বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের বুন্দেলখণ্ড অঞ্চলে প্রচলিত। এই পাখিটির নাম পপিহা বা চাতক, যার বৈজ্ঞানিক নাম জ্যাকোবিন কুকু।
advertisement
advertisement
বিজ্ঞান কী বলে? সাগর গার্লস কলেজের জীববিদ্যার অধ্যাপক মনীষ জৈন বলেন, এটি পুরোপুরি কল্পনা নয়। বরং এর পেছনে প্রাকৃতিক লক্ষণ বোঝার সক্ষমতা রয়েছে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে যখন বর্ষার হাওয়া বইতে শুরু করে, তখন এই পাখির আচরণে পরিবর্তন দেখা যায়। পাখিটি হঠাৎ করে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, তার ডাকও বেড়ে যায়। এই কারণেই মানুষ মনে করতে শুরু করে, এ যেন বর্ষার ভবিষ্যদ্বাণী।
advertisement
advertisement
advertisement
