রোজ কিছু মন্ত্র! চাকরি বা পদোন্নতি তো হয়ই এবং আরও যা যা হয়...

Last Updated:
1/7
মন্ত্রের গুণ ও শক্তি বাস্তবিকই চমকপ্রদ। ভারতভূমেই রচিত পূরাণে বহু মন্ত্রের ক্ষমতা মানুষ উপলব্ধি করতেন। ফল পাওয়া যায় হাতেনাতে। মন্ত্রের এমন ক্ষমতা যে, বিজ্ঞানও হার মেনে যায়। অনেকেই চাকরির বহু চেষ্টা করেও কিছুতেই মনের মতো রোজগার করতে পারছেন না। এমনকী যাঁরা চাকরি করছেন, তাঁরাও নিজেদের চাকরিতে সুখি নন।
মন্ত্রের গুণ ও শক্তি বাস্তবিকই চমকপ্রদ। ভারতভূমেই রচিত পূরাণে বহু মন্ত্রের ক্ষমতা মানুষ উপলব্ধি করতেন। ফল পাওয়া যায় হাতেনাতে। মন্ত্রের এমন ক্ষমতা যে, বিজ্ঞানও হার মেনে যায়। অনেকেই চাকরির বহু চেষ্টা করেও কিছুতেই মনের মতো রোজগার করতে পারছেন না। এমনকী যাঁরা চাকরি করছেন, তাঁরাও নিজেদের চাকরিতে সুখি নন।
advertisement
2/7
আধুনিক সমাজ শাস্ত্রের সেই মন্ত্রগুলিকে উপেক্ষা করে। ফলে মন্ত্রের শক্তি বা ক্ষমতার উপকার পাচ্ছে না মানুষ। হিন্দু ধর্মের শাস্ত্রে এমন কিছু মন্ত্র রয়েছে, যা পাঠ করলে এককথায় মিরাকল ঘটাতে পারে যে কোও ব্যক্তি৷ এমন কিছু মন্ত্র সম্পর্কে আলোচনা করা হল, যা নিয়মিত পাঠ করলে মনের মতো চাকরি তো পাওয়া যায়ই, সেই সঙ্গে কর্মক্ষেত্র উন্নতির স্বাদ পেতেও সময় লাগে না। বেকারত্বের যন্ত্রণা ঘোঁচাতে কী কী মন্ত্র পাঠ করা জরুরি? রইল সেই তথ্য৷
আধুনিক সমাজ শাস্ত্রের সেই মন্ত্রগুলিকে উপেক্ষা করে। ফলে মন্ত্রের শক্তি বা ক্ষমতার উপকার পাচ্ছে না মানুষ। হিন্দু ধর্মের শাস্ত্রে এমন কিছু মন্ত্র রয়েছে, যা পাঠ করলে এককথায় মিরাকল ঘটাতে পারে যে কোও ব্যক্তি৷ এমন কিছু মন্ত্র সম্পর্কে আলোচনা করা হল, যা নিয়মিত পাঠ করলে মনের মতো চাকরি তো পাওয়া যায়ই, সেই সঙ্গে কর্মক্ষেত্র উন্নতির স্বাদ পেতেও সময় লাগে না। বেকারত্বের যন্ত্রণা ঘোঁচাতে কী কী মন্ত্র পাঠ করা জরুরি? রইল সেই তথ্য৷
advertisement
3/7
চাকরি পেতে বা চাকরিতে উন্নতির জন্য প্রথমেই যে মন্ত্রটি চমকপ্রদ ফল দেয়, তা হল সূর্যমন্ত্র৷ চাকরি এবং মাত্রাহীন প্রাচুর্যের সন্ধান পেতে নিয়মিত সূর্য মন্ত্র পাঠ করা শুরু করতে পারেন। শাস্ত্র মতে এই মন্ত্রটি নিয়মিত জপ করলে মনের মতো চাকরি তো মেলেই। সেই সঙ্গে সাফল্যও চিরসঙ্গী হয়। বলা হয়, এই মন্ত্রটি টানা ৪০ দিন পাঠ করলে দূর্দান্ত ফল পাওয়া যায়। শুধু তাই নয়, যদি রবিবার থেকে সূর্য মন্ত্র পাঠ করা শুর করা যায়, তাহলে আরও দ্রুত ফল মেলার সম্ভাবনা বাড়ে। মন্ত্রটি হল- 'ওম হ্রাম হ্রিম হারুম শা সূর্য নামাহ!'
চাকরি পেতে বা চাকরিতে উন্নতির জন্য প্রথমেই যে মন্ত্রটি চমকপ্রদ ফল দেয়, তা হল সূর্যমন্ত্র৷ চাকরি এবং মাত্রাহীন প্রাচুর্যের সন্ধান পেতে নিয়মিত সূর্য মন্ত্র পাঠ করা শুরু করতে পারেন। শাস্ত্র মতে এই মন্ত্রটি নিয়মিত জপ করলে মনের মতো চাকরি তো মেলেই। সেই সঙ্গে সাফল্যও চিরসঙ্গী হয়। বলা হয়, এই মন্ত্রটি টানা ৪০ দিন পাঠ করলে দূর্দান্ত ফল পাওয়া যায়। শুধু তাই নয়, যদি রবিবার থেকে সূর্য মন্ত্র পাঠ করা শুর করা যায়, তাহলে আরও দ্রুত ফল মেলার সম্ভাবনা বাড়ে। মন্ত্রটি হল- 'ওম হ্রাম হ্রিম হারুম শা সূর্য নামাহ!'
advertisement
4/7
কথাতেই বলে, হনুমান মানেই সংকটমোচন৷ মনের মতো চাকরি পেতে এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকে বাঁচতে হনুমান মন্ত্র অসাধারণ ফল দেয়। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে সাফল্যের জন্যও শক্তিশালী মন্ত্রটি সাহায্য করতে পারে। প্রসঙ্গত, মন্ত্রটি মঙ্গলবার থেকে পাঠ করা শুরু করতে হবে। হনুমানের ফটো বা মূর্তির সামনে বসে এক মনে কম করে ১০ বার পাঠ করতে হবে মন্ত্রটি। মন্ত্রটি হল- 'ওম শ্রী বজ্রধেয়ায়া রামাভক্তায়া বায়ুপুত্রায়া নমস্তুতে।'
কথাতেই বলে, হনুমান মানেই সংকটমোচন৷ মনের মতো চাকরি পেতে এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকে বাঁচতে হনুমান মন্ত্র অসাধারণ ফল দেয়। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে সাফল্যের জন্যও শক্তিশালী মন্ত্রটি সাহায্য করতে পারে। প্রসঙ্গত, মন্ত্রটি মঙ্গলবার থেকে পাঠ করা শুরু করতে হবে। হনুমানের ফটো বা মূর্তির সামনে বসে এক মনে কম করে ১০ বার পাঠ করতে হবে মন্ত্রটি। মন্ত্রটি হল- 'ওম শ্রী বজ্রধেয়ায়া রামাভক্তায়া বায়ুপুত্রায়া নমস্তুতে।'
advertisement
5/7
শত চেষ্টা করেও মনের মতো চাকরি পাচ্ছেন না? কোনও চিন্তা নেই! সকাল থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করুন। দেখবেন স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না। আসলে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে নিয়মিত যদি এটি পাঠ করা যায়, তাহলে মনের মতো চাকরি তো মেলেই। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো। এই মন্ত্রটি রবিবার থেকে পাঠ করা শুরু করতে হবে। আর মন্ত্রটি জপ করতে হবে প্রতিটিন সকালে৷ মন্ত্রটি হল- 'ওম গাম শ্রীম সর্বো সিদ্ধি প্রদেয়ী শ্রীমগম নমঃ'৷
শত চেষ্টা করেও মনের মতো চাকরি পাচ্ছেন না? কোনও চিন্তা নেই! সকাল থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করুন। দেখবেন স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না। আসলে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে নিয়মিত যদি এটি পাঠ করা যায়, তাহলে মনের মতো চাকরি তো মেলেই। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো। এই মন্ত্রটি রবিবার থেকে পাঠ করা শুরু করতে হবে। আর মন্ত্রটি জপ করতে হবে প্রতিটিন সকালে৷ মন্ত্রটি হল- 'ওম গাম শ্রীম সর্বো সিদ্ধি প্রদেয়ী শ্রীমগম নমঃ'৷
advertisement
6/7
নিয়মিত শক্তি মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে যদি নিজেকে সর্বশক্তিমানের কাছে উৎসর্গ করে দিতে পারেন, তাহলে জীবনে চরম সফলতা পেতে সময় লাগে না। তাই কর্মক্ষেত্রে সাফল্য পেতে, আজ থেকেই পাঠ করা শুরু করুন এই শক্তিশালী মন্ত্রটি। প্রসঙ্গত, নিয়মিত সকালে এই মন্ত্রটি পাঠ করলে যে কেবল কর্মক্ষেত্রেই উন্নতি মেলে এমন নয়, সেই সঙ্গে কুদৃষ্টির খারাপ প্রভাব থেকেও রক্ষা পাওয়া যায়। মন্ত্রটি হল- 'ওম আম গ্রিম ক্লিম চামুন্ডায়া ভিচ'।
নিয়মিত শক্তি মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে যদি নিজেকে সর্বশক্তিমানের কাছে উৎসর্গ করে দিতে পারেন, তাহলে জীবনে চরম সফলতা পেতে সময় লাগে না। তাই কর্মক্ষেত্রে সাফল্য পেতে, আজ থেকেই পাঠ করা শুরু করুন এই শক্তিশালী মন্ত্রটি। প্রসঙ্গত, নিয়মিত সকালে এই মন্ত্রটি পাঠ করলে যে কেবল কর্মক্ষেত্রেই উন্নতি মেলে এমন নয়, সেই সঙ্গে কুদৃষ্টির খারাপ প্রভাব থেকেও রক্ষা পাওয়া যায়। মন্ত্রটি হল- 'ওম আম গ্রিম ক্লিম চামুন্ডায়া ভিচ'।
advertisement
7/7
সূর্যোদয়ের আগে, দুপুরে স্নানের পর অথবা সূর্যাস্তের সময় যদি নিয়ম করে গায়েত্রি মন্ত্র পাঠ করা যায়, তাহলে মনের মতো চাকরি এবং সাফল্যের স্বাদ পেতে সময় লাগে না। মন্ত্রটি হল-'ওম ভুর ভুবাহ সোওয়াহা, তাৎ সাভিতুর ভারেনিয়াম, ভার্গো দেবাসায়া ধিমাহি, দিয়ো ইয়োনা প্রচোদয়া।'
সূর্যোদয়ের আগে, দুপুরে স্নানের পর অথবা সূর্যাস্তের সময় যদি নিয়ম করে গায়েত্রি মন্ত্র পাঠ করা যায়, তাহলে মনের মতো চাকরি এবং সাফল্যের স্বাদ পেতে সময় লাগে না। মন্ত্রটি হল-'ওম ভুর ভুবাহ সোওয়াহা, তাৎ সাভিতুর ভারেনিয়াম, ভার্গো দেবাসায়া ধিমাহি, দিয়ো ইয়োনা প্রচোদয়া।'
advertisement
advertisement
advertisement