General Knowledge: লাল, নীল, সবুজ যে রঙেরই সাবান কিনুন, ফেনা কিন্তু সবেতেই সাদা! কেন? জানুন সেই অদ্ভুত কারণ

Last Updated:
General Knowledge: তবে রোজ বাথরুমে স্নান করার সময় সকলেই একটা জিনিস খেয়াল করেছেন। সাবানের রং যাই হোক না কেন, ফেন সকলেরই সাদা। কিন্তু এমনটা কেন হয়? অতি সাধারণ এই জিজ্ঞাসার মধ‍্যেই লুকিয়ে আছে বিজ্ঞানের সুন্দর ব‍্যাখ‍্যা।
1/7
অসহ‍্য গরমে শরীরে শান্তির অনুভূতি এনে দেয় স্নান। প্রায় প্রত‍্যেকেই প্রতিদিন স্নান করেন। স্নান করা স্বাস্থ‍্যের পক্ষে অত‍্যন্ত উপকারী বলেই জানান বিশেষজ্ঞরাও। সচরাচর বেশিরভাগ সকলেই সাবান মেখে স্নান করেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি সাবান রং বেরঙের হলেও সব সাবানের ফেনা কেন সাদা হয়?
অসহ‍্য গরমে শরীরে শান্তির অনুভূতি এনে দেয় স্নান। প্রায় প্রত‍্যেকেই প্রতিদিন স্নান করেন। স্নান করা স্বাস্থ‍্যের পক্ষে অত‍্যন্ত উপকারী বলেই জানান বিশেষজ্ঞরাও। সচরাচর বেশিরভাগ সকলেই সাবান মেখে স্নান করেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি সাবান রং বেরঙের হলেও সব সাবানের ফেনা কেন সাদা হয়?
advertisement
2/7
বাজারে বর্তমানে সাবানের অভাব নেই। বিভিন্ন ধরণের সাবান মেখে স্নান করেন বেশিরভাগ সবাই। আলাদা আলাদা সাবানের রং আর গন্ধ আলাদা।
বাজারে বর্তমানে সাবানের অভাব নেই। বিভিন্ন ধরণের সাবান মেখে স্নান করেন বেশিরভাগ সবাই। আলাদা আলাদা সাবানের রং আর গন্ধ আলাদা।
advertisement
3/7
নীল, সবুজ, বেগুনি, হলুদ, এমন হরেক রঙের সাবান বাজারে মেলে। কারও গন্ধ চন্দনের গন্ধের মতো তো কারও ল‍্যাভেন্ডার ফুলের মতো।
নীল, সবুজ, বেগুনি, হলুদ, এমন হরেক রঙের সাবান বাজারে মেলে। কারও গন্ধ চন্দনের গন্ধের মতো তো কারও ল‍্যাভেন্ডার ফুলের মতো।
advertisement
4/7
তবে রোজ বাথরুমে স্নান করার সময় সকলেই একটা জিনিস খেয়াল করেছেন। সাবানের রং যাই হোক না কেন, ফেন সকলেরই সাদা। কিন্তু এমনটা কেন হয়? অতি সাধারণ এই জিজ্ঞাসার মধ‍্যেই লুকিয়ে আছে বিজ্ঞানের সুন্দর ব‍্যাখ‍্যা।
তবে রোজ বাথরুমে স্নান করার সময় সকলেই একটা জিনিস খেয়াল করেছেন। সাবানের রং যাই হোক না কেন, ফেন সকলেরই সাদা। কিন্তু এমনটা কেন হয়? অতি সাধারণ এই জিজ্ঞাসার মধ‍্যেই লুকিয়ে আছে বিজ্ঞানের সুন্দর ব‍্যাখ‍্যা।
advertisement
5/7
সাবানের ফেনা কেন সাদা হয়, তা জানার আগে বুঝতে হবে সাবানের ফেনা কি দিয়ে তৈরি? সাবানে থাকার সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়ামেটের কারণেই সাবানে ফেনা তৈরি হয়। তবে লাল, গোলাপি, সবুজ যে রঙেরই সাবান হোক না কেন ফেনার রঙ সব সময় সাদা হয়।
সাবানের ফেনা কেন সাদা হয়, তা জানার আগে বুঝতে হবে সাবানের ফেনা কি দিয়ে তৈরি? সাবানে থাকার সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়ামেটের কারণেই সাবানে ফেনা তৈরি হয়। তবে লাল, গোলাপি, সবুজ যে রঙেরই সাবান হোক না কেন ফেনার রঙ সব সময় সাদা হয়।
advertisement
6/7
সাবানের ফেনা কেন সাদা হয়, তা জানার আগে বুঝতে হবে সাবানের ফেনা কি দিয়ে তৈরি? সাবানে থাকার সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়ামেটের কারণেই সাবানে ফেনা তৈরি হয়। তবে লাল, গোলাপি, সবুজ যে রঙেরই সাবান হোক না কেন ফেনার রঙ সব সময় সাদা হয়।
সাবানের ফেনা কেন সাদা হয়, তা জানার আগে বুঝতে হবে সাবানের ফেনা কি দিয়ে তৈরি? সাবানে থাকার সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়ামেটের কারণেই সাবানে ফেনা তৈরি হয়। তবে লাল, গোলাপি, সবুজ যে রঙেরই সাবান হোক না কেন ফেনার রঙ সব সময় সাদা হয়।
advertisement
7/7
ই ফেনার মধ্যে যখন আলো প্রবেশ করে তখন সেই আলো বিভিন্ন দিকে প্রতিফলিত হতে থাকে। আলো এত দ্রুত এর মধ‍্যে দিয়ে যায় যে সমস্ত রং-ই ভেঙে যায় ফলে ফেনা সাদা দেখায়।
ই ফেনার মধ্যে যখন আলো প্রবেশ করে তখন সেই আলো বিভিন্ন দিকে প্রতিফলিত হতে থাকে। আলো এত দ্রুত এর মধ‍্যে দিয়ে যায় যে সমস্ত রং-ই ভেঙে যায় ফলে ফেনা সাদা দেখায়।
advertisement
advertisement
advertisement