General Knowledge: পৃথিবীর 'কোন' দেশে রাত নেই বলুন তো...? জাস্ট চমকে দেবে 'উত্তর'! এখানে সূর্য ওঠে '৪০ মিনিট' পরই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: আজ এই প্রতিবেদনে সাধারণ জ্ঞানের এক নতুন তথ্য তুলে ধরতে চলেছি। জানেন কি এই পৃথিবীতে আছে একটি দেশ যেখানে কোনওদিন সে ভাবে রাতই হয় না!
সাধারণ জ্ঞানের পাতা ওল্টালে চমকের যেন শেষ নেই। নতুন নতুন তথ্য বার বারই অবাক করে। জেনারেল নলেজ বা জিকে নিয়ে চর্চা তাই সোশ্যাল মিডিয়ায় সবসময় ট্রেন্ডিং। একদিকে যেমন সাধারণ জ্ঞান নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতে সাহায্য করে তেমনই আবার নতুন নতুন মজাদার তথ্য আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। তাই সমাজ মাধ্যম থেকে ঘরোয়া আড্ডায় ক্যুইজ বেশ জনপ্রিয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নরওয়ের স্যালবার্ড কান্ট্রি অফ মিড-নাইট সান নামে বিখ্যাত:
মাত্র ৪০ মিনিটের রাত অবশ্য শুধু একদিনের জন্য নয়, পুরো আড়াই মাস থাকে। এই দেশটিতে সূর্য মধ্যরাতে উদিত হয় এবং তাই এটিকে মধ্যরাতের সূর্যের দেশও বলা হয়। নরওয়ের স্যালবার্ডে প্রায় ৭৬ দিন সূর্য অস্ত যায় না এবং এই ৭৬ দিন বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত হয়।
মাত্র ৪০ মিনিটের রাত অবশ্য শুধু একদিনের জন্য নয়, পুরো আড়াই মাস থাকে। এই দেশটিতে সূর্য মধ্যরাতে উদিত হয় এবং তাই এটিকে মধ্যরাতের সূর্যের দেশও বলা হয়। নরওয়ের স্যালবার্ডে প্রায় ৭৬ দিন সূর্য অস্ত যায় না এবং এই ৭৬ দিন বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত হয়।
advertisement
advertisement
advertisement
আড়াই মাস সূর্যাস্ত হয় না:
একইভাবে নরওয়েতে মধ্যরাত্রিতে সূর্যোদয়ের পিছনেও রয়েছে সেই একই কারণ। আসলে নরওয়েতে যখন এই ঘটনাটি ঘটে, সেই সময়ে পৃথিবীর ৬৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৯০ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত অঞ্চল সূর্যের আলোতে থাকে এবং এর কারণে নরওয়েতে মধ্যরাতের সূর্যোদয়ের ঘটনা ঘটে। শুধু তাই নয়, বিস্ময় বাকি আরও! প্রায় আড়াই মাস সূর্য অস্তই যায় না এখানে!
একইভাবে নরওয়েতে মধ্যরাত্রিতে সূর্যোদয়ের পিছনেও রয়েছে সেই একই কারণ। আসলে নরওয়েতে যখন এই ঘটনাটি ঘটে, সেই সময়ে পৃথিবীর ৬৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৯০ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত অঞ্চল সূর্যের আলোতে থাকে এবং এর কারণে নরওয়েতে মধ্যরাতের সূর্যোদয়ের ঘটনা ঘটে। শুধু তাই নয়, বিস্ময় বাকি আরও! প্রায় আড়াই মাস সূর্য অস্তই যায় না এখানে!