Amazing: বিহারে রয়েছে আজব পাহাড়, বৃষ্টি হলেও বের হয় মূল্যবান রত্ন! ভিড় করে খুঁজতে আসেন গ্রামবাসীরা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
রিপোর্ট: অ্যালেন লিলি- গয়া জেলার উজিরগঞ্জ ব্লকে একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দুটো পাহাড়। আদত নাম ‘হংসরাজ’ এবং ‘সোমনাথ’। উভয় পাহাড় একে অপরের সংলগ্ন। দেখলে মনে হবে যেন, হাত ধরাধরি করে দাঁড়িয়ে।
advertisement
এই পাহাড়ের মুক্তো আকারে ছোট। ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। গয়া জেলার উজিরগঞ্জ ব্লকে একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দুটো পাহাড়। আদত নাম ‘হংসরাজ’ এবং ‘সোমনাথ’। উভয় পাহাড় একে অপরের সংলগ্ন। দেখলে মনে হবে যেন, হাত ধরাধরি করে দাঁড়িয়ে। এই পাহাড়ের নিচে খাসরা গ্রাম। মুষলধারে বৃষ্টি শুরু হলেই পাহাড়ের পাদদেশ থেকে মুক্তো গড়িয়ে চলে আসে গ্রামের মধ্যে।
advertisement
advertisement
advertisement
হংসরাজ পাহাড়ে এক সময় কোনও রাজার প্রসাদ ছিল। আজও তার ধ্বংসস্তূপ রয়েছে। অনেকে বলেন, বৃষ্টির সময় রাজার রত্নভাণ্ডারের পাথরই গড়িয়ে গ্রামে চলে আসে। আবার অনেকে বলেন, পাহাড়ে অষ্টধাতুর জাগ্রত মূর্তি রয়েছে। বৃষ্টিতে সন্তুষ্ট হয়ে তিনিই গ্রামবাসীকে মুক্তো উপহার দেন। তবে সবটাই কল্পনা। স্থানীয় বিশেষজ্ঞরা মনে করেন, পাহাড়ের গর্ভে মূল্যবান রত্নের ভাণ্ডার থাকতে পারে।
advertisement