আসুক সমৃদ্ধি, গণেশ চতুর্থীতে এভাবে করুন গণেশ পুজো

Last Updated:
ঘরের বাস্তু মেপে, ঘরে সঠিক স্থানে গণেশ রাখলেই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে একশো শতাংশ !
1/8
শাস্ত্রে রয়েছে গণেশ হল সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির দেবতা ৷ গণেশ থাকলে, বুদ্ধি-সম্মান-প্রতিপত্তি সংসারে আসবেই ৷ তাই তো সব পুজোর শুরুতেই গণেশের পুজো মাস্ট ৷ লাড্ডু সহযোগে গণেশের পুজো দিলেই গণেশ একেবারে খুশি ৷ কিন্তু শাস্ত্র বলছে, যে কোনও জায়গায় গণেশ রাখলেই হল না ৷ ঘরের বাস্তু মেপে, ঘরে সঠিক স্থানে গণেশ রাখলেই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে একশো শতাংশ !
শাস্ত্রে রয়েছে গণেশ হল সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির দেবতা ৷ গণেশ থাকলে, বুদ্ধি-সম্মান-প্রতিপত্তি সংসারে আসবেই ৷ তাই তো সব পুজোর শুরুতেই গণেশের পুজো মাস্ট ৷ লাড্ডু সহযোগে গণেশের পুজো দিলেই গণেশ একেবারে খুশি ৷ কিন্তু শাস্ত্র বলছে, যে কোনও জায়গায় গণেশ রাখলেই হল না ৷ ঘরের বাস্তু মেপে, ঘরে সঠিক স্থানে গণেশ রাখলেই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে একশো শতাংশ !
advertisement
2/8
শাস্ত্র বলছে, দক্ষিণ দিকে মুখ করে রাখুন গণেশ ৷ ঠাকুর ঘরের যদি সেটা সম্ভব না হয়, দক্ষিণ খোলা জানলা যে ঘরে রয়েছে, সেই ঘরেই রাখতে পারেন গণেশ ৷
শাস্ত্র বলছে, দক্ষিণ দিকে মুখ করে রাখুন গণেশ ৷ ঠাকুর ঘরের যদি সেটা সম্ভব না হয়, দক্ষিণ খোলা জানলা যে ঘরে রয়েছে, সেই ঘরেই রাখতে পারেন গণেশ ৷
advertisement
3/8
এমন কোনও জায়গায় গণেশ রাখবেন না, যেখানে আলো কম পৌঁছয় ৷ বরং খোলামেলা জায়গাতেই রাখুন গণেশের মূর্তি ৷
এমন কোনও জায়গায় গণেশ রাখবেন না, যেখানে আলো কম পৌঁছয় ৷ বরং খোলামেলা জায়গাতেই রাখুন গণেশের মূর্তি ৷
advertisement
4/8
গণেশ যেখানে রাখবেন, জায়গাটি যেন পরিষ্কার হয় ৷ লাল শালু কাপড়ের ওপর রাখবেন গণেশের মূর্তি ৷
গণেশ যেখানে রাখবেন, জায়গাটি যেন পরিষ্কার হয় ৷ লাল শালু কাপড়ের ওপর রাখবেন গণেশের মূর্তি ৷
advertisement
5/8
সকাল ও সন্ধেতে অবশ্যই ঘিয়ে প্রদীপ ও ধূপকাঠি সহযোগে আরতি করবেন গণেশের ৷
সকাল ও সন্ধেতে অবশ্যই ঘিয়ে প্রদীপ ও ধূপকাঠি সহযোগে আরতি করবেন গণেশের ৷
advertisement
6/8
সাদা ফুল খুবই প্রিয় গণেশের ৷ রোজ গণেশকে পুজো দেবেন সাদা ফুল দিয়ে ৷
সাদা ফুল খুবই প্রিয় গণেশের ৷ রোজ গণেশকে পুজো দেবেন সাদা ফুল দিয়ে ৷
advertisement
7/8
গণেশ পুজো করার সময় অবশ্যই পরুন কালো বা সাদা পোশাক ৷
গণেশ পুজো করার সময় অবশ্যই পরুন কালো বা সাদা পোশাক ৷
advertisement
8/8
গণেশকে মোদক, মোতিচুরের লাড্ডু দিন ৷ সঙ্গে যেন অবশ্য থাকে চকোলেট
গণেশকে মোদক, মোতিচুরের লাড্ডু দিন ৷ সঙ্গে যেন অবশ্য থাকে চকোলেট
advertisement
advertisement
advertisement