Ganesh Chaturthi 2021: দেশের এসব মন্দিরে সদাজাগ্রত গণপতি, চতুর্থীর পুণ্যলগ্নে জানুন বিস্তারিত!
- Published by:Pooja Basu
Last Updated:
ধর্মীয় তো বটেই, এই মন্দিরগুলি ঐতিহাসিক কারণেও বিশেষ বিখ্যাত।
গণেশ চতুর্থীর এই বিশেষ শুভক্ষণে আসুন জেনে নেওয়া যাক ভারতের বিখ্যাত কিছু গণেশ মন্দিরের কথা। ধর্মীয় তো বটেই, এই মন্দিরগুলি ঐতিহাসিক কারণেও বিশেষ বিখ্যাত। ১. সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhivinayak Temple), মুম্বই: এটি ভারতে অবস্থিত গণেশ মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখানে ভগবান পূজিত হন নওসচা গণপতি (Navasacha Ganpati) হিসেবে। ১৮০১ সালে নির্মিত এই মন্দির পরিদর্শনে প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজার-হাজার ভক্ত, ধার্মিকের আগমন ঘটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৬. কানিপাকম বিনায়ক মন্দির (Kanipakam Vinayaka Temple), চিত্তুর: অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার অন্তর্গত কানিপাকম গ্রামের এই গণেশ মন্দির প্রায় ১০০০ বছরের পুরনো। চোল রাজ্যের রাজা প্রথম কুলতুঙ্গ চোল (Kulothunga Chola I) এই মন্দির নির্মাণ করেন। বলা হয়ে থাকে এই মন্দিরের আরাধ্য গণেশ মূর্তি আকারে দিন দিন বেড়েই চলেছে।
advertisement