Ganesh Chaturthi 2021: জেনে নিন গণপতি পুজোর শুভ মুহূর্ত, সময়সূচি ও নির্ঘণ্ট

Last Updated:
পঞ্জিকা মতে, গণেশ চতুর্থীর সঠিক সময়টি জেনে নিন
1/5
গোটা দেশে খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী ৷ যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু এবং কর্ণাটকের মত নানা রাজ্যেই ধুমধাম করে গণেশ পুজো করা হয়। বাড়িতে স্থাপন করা হয় গণেশের মূর্তি। গণেশ পুজো চলে দুই থেকে দশ দিন। তবে গত বছর থেকে সেই জাঁকজমক নেই আগের মতো করোনার জেরে।
গোটা দেশে খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী ৷ যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু এবং কর্ণাটকের মত নানা রাজ্যেই ধুমধাম করে গণেশ পুজো করা হয়। বাড়িতে স্থাপন করা হয় গণেশের মূর্তি। গণেশ পুজো চলে দুই থেকে দশ দিন। তবে গত বছর থেকে সেই জাঁকজমক নেই আগের মতো করোনার জেরে।
advertisement
2/5
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশের জন্মোৎসব হিসেবে এই দিন পালিত হয়। মনে করা হয়, এদিন গণেশের উৎপত্তি হয়েছিল। তিনি সমস্ত দেবতাদের মধ্যে প্রথম পুজ্য। চলতি বছর ১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশের জন্মোৎসব হিসেবে এই দিন পালিত হয়। মনে করা হয়, এদিন গণেশের উৎপত্তি হয়েছিল। তিনি সমস্ত দেবতাদের মধ্যে প্রথম পুজ্য। চলতি বছর ১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী।
advertisement
3/5
১০ সেপ্টেম্বর ১২:১৭ মিনিটে গণেশ চতুর্থীর তিথি পড়ছে। অর্থাৎ ৯ সেপ্টেম্বরের মধ্যরাত পার হলেই পড়ে যাচ্ছে চতুর্থী। পরের দিন ১০ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত রয়েছে তিথি। গণেশের জন্ম সকালে হয়েছিল। তাই চতুর্থীর দিন সকালের দিকে তাঁর পুজো করা বিধেয়। শাস্ত্র মতে, এই দিনে একটি বিশেষ (চৌঘরিয়া) মুহূর্ত পড়েছে যে সময় যে গণেশের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। পাঁজি অনুসারে, ১০ সেপ্টেম্বর সকাল ৭.৩৭ মিনিট থেকে সাকাল ১০.৪৪ পর্যন্ত, লাভ ও অমৃত চৌঘরিয়া রয়েছে।
১০ সেপ্টেম্বর ১২:১৭ মিনিটে গণেশ চতুর্থীর তিথি পড়ছে। অর্থাৎ ৯ সেপ্টেম্বরের মধ্যরাত পার হলেই পড়ে যাচ্ছে চতুর্থী। পরের দিন ১০ সেপ্টেম্বর রাত ১০ টা পর্যন্ত রয়েছে তিথি। গণেশের জন্ম সকালে হয়েছিল। তাই চতুর্থীর দিন সকালের দিকে তাঁর পুজো করা বিধেয়। শাস্ত্র মতে, এই দিনে একটি বিশেষ (চৌঘরিয়া) মুহূর্ত পড়েছে যে সময় যে গণেশের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। পাঁজি অনুসারে, ১০ সেপ্টেম্বর সকাল ৭.৩৭ মিনিট থেকে সাকাল ১০.৪৪ পর্যন্ত, লাভ ও অমৃত চৌঘরিয়া রয়েছে।
advertisement
4/5
এই দিনে পার্বতীপুত্রের কাছে যদি মনের ইচ্ছা প্রার্থনা করে তাঁকে সঠিক ভাবে পুজো দিয়ে তুষ্ট করা যায়, তাহলে মিলতে পারে মনের মতো প্রার্থনার ফল। গনেশকে পঞ্জিকা অনুসারে বাড়িতে নিয়ে আসুন৷ না হলেই বিপদ৷ পাঁজি মতে, এই দিনের বিশেষ সময়কে মাথায় রেখেই বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করুন। কারণ এই লগ্ন খুবই শুভ।
এই দিনে পার্বতীপুত্রের কাছে যদি মনের ইচ্ছা প্রার্থনা করে তাঁকে সঠিক ভাবে পুজো দিয়ে তুষ্ট করা যায়, তাহলে মিলতে পারে মনের মতো প্রার্থনার ফল। গনেশকে পঞ্জিকা অনুসারে বাড়িতে নিয়ে আসুন৷ না হলেই বিপদ৷ পাঁজি মতে, এই দিনের বিশেষ সময়কে মাথায় রেখেই বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করুন। কারণ এই লগ্ন খুবই শুভ।
advertisement
5/5
গণেশ পুজোতে লাল কাপড় লাগে, তৈরি করতে হয় পঞ্চামৃত। পুজোর উপকরণে রাখতে হয় পৈতে। সুপুরি, পান, লবঙ্গ, ঘি,কর্পুর, গঙ্গাজল দিয়ে সিদ্ধিবিনায়ক গণেশের পুজো সম্পন্ন হয়। বিঘ্নহর্তাকে বিশেষ আচারে পুজো করলে কেটে যায় বহু বিপদ। এমনই মত বিশেষজ্ঞদের। গণেশের পুজোয় লাগে , দুর্বা ঘাস। অবশ্যই গণেশের প্রসাদের পাতে পড়ে মোদক। মোদক ছাড়া গণেশ পুজো কিছুতেই সম্পন্ন হয় না।
গণেশ পুজোতে লাল কাপড় লাগে, তৈরি করতে হয় পঞ্চামৃত। পুজোর উপকরণে রাখতে হয় পৈতে। সুপুরি, পান, লবঙ্গ, ঘি,কর্পুর, গঙ্গাজল দিয়ে সিদ্ধিবিনায়ক গণেশের পুজো সম্পন্ন হয়। বিঘ্নহর্তাকে বিশেষ আচারে পুজো করলে কেটে যায় বহু বিপদ। এমনই মত বিশেষজ্ঞদের। গণেশের পুজোয় লাগে , দুর্বা ঘাস। অবশ্যই গণেশের প্রসাদের পাতে পড়ে মোদক। মোদক ছাড়া গণেশ পুজো কিছুতেই সম্পন্ন হয় না।
advertisement
advertisement
advertisement