Ganesh Chaturthi 2020: কীভাবে জন্ম হয়েছিল গণেশের ? জেনে নিন গণেশ চতুর্থীর গুরুত্ব

Last Updated:
কীভাবে জন্ম হয়েছিল দেবী পার্বতীর সন্তানের, জেনে নিন
1/17
আজ ২২ অগাস্ট, শনিবার দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি এবারে ২২ জুন সকাল ১১.০৬ এ পড়ছে গণেশ চতুর্থী৷ পঞ্জিকা অনুযায়ি শুভ সময় থাকছে বেলা ১.৪২ অবধি৷ উৎসবের তিথি শুরু হচ্ছে রাত ১১.০২ এ, আর শেষ হচ্ছে ২২ তারিখ সন্ধ্যা ৭.৫৭ এ৷ (Image: Network18 Graphics)
আজ ২২ অগাস্ট, শনিবার দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি এবারে ২২ জুন সকাল ১১.০৬ এ পড়ছে গণেশ চতুর্থী৷ পঞ্জিকা অনুযায়ি শুভ সময় থাকছে বেলা ১.৪২ অবধি৷ উৎসবের তিথি শুরু হচ্ছে রাত ১১.০২ এ, আর শেষ হচ্ছে ২২ তারিখ সন্ধ্যা ৭.৫৭ এ৷ (Image: Network18 Graphics)
advertisement
2/17
একবার শিবঠাকুর অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন,  ফলে দেবী পার্বতী একাই কৈলাসে ছিলেন ।
একবার শিবঠাকুর অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, ফলে দেবী পার্বতী একাই কৈলাসে ছিলেন ।
advertisement
3/17
এক দিন দেবী পার্বতী কৈলাসে স্নান করছিলেন। গুহার দরজা পাহারা দেওয়ার কেও ছিল না। পার্বতী গায়ে হলুদ মাখেন এবং সেই হলুদ দিয়ে একটি মূর্তি তৈরি করেন।
এক দিন দেবী পার্বতী কৈলাসে স্নান করছিলেন। গুহার দরজা পাহারা দেওয়ার কেও ছিল না। পার্বতী গায়ে হলুদ মাখেন এবং সেই হলুদ দিয়ে একটি মূর্তি তৈরি করেন।
advertisement
4/17
সেই মূর্তিতে সমস্ত প্রাণ এবং ঐশ্বরিক ক্ষমতা দেন। জন্ম হয় গণেশের।
সেই মূর্তিতে সমস্ত প্রাণ এবং ঐশ্বরিক ক্ষমতা দেন। জন্ম হয় গণেশের।
advertisement
5/17
পার্বতী স্নান করতে যাওয়ার সময় গণেশকে গুহার দরজায় পাহারায় রেখে যান। আদেশ দিয়ে যান যে তাঁর স্নানের সময় কেউ যেন ভিতরে ঢুকতে না পারে।
পার্বতী স্নান করতে যাওয়ার সময় গণেশকে গুহার দরজায় পাহারায় রেখে যান। আদেশ দিয়ে যান যে তাঁর স্নানের সময় কেউ যেন ভিতরে ঢুকতে না পারে।
advertisement
6/17
সেই সময়েই হাজির হন ভগবান মহাদেব
সেই সময়েই হাজির হন ভগবান মহাদেব
advertisement
7/17
তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন। কিন্তু গণেশ তাঁকে বাধা দিলেন।
তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন। কিন্তু গণেশ তাঁকে বাধা দিলেন।
advertisement
8/17
শিব রেগে গিয়ে তাঁর বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার।
শিব রেগে গিয়ে তাঁর বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার।
advertisement
9/17
কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হল না।
কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হল না।
advertisement
10/17
তাই তিনি নিজে গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন। শিব গণেশের মুণ্ডটি কেটে তাকে হত্যা করলেন।
তাই তিনি নিজে গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন। শিব গণেশের মুণ্ডটি কেটে তাকে হত্যা করলেন।
advertisement
11/17
একথা জানতে পেরে পার্বতী রেগে যান। তিনি তখন রুদ্রমূর্তি ধারণ করে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন।
একথা জানতে পেরে পার্বতী রেগে যান। তিনি তখন রুদ্রমূর্তি ধারণ করে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন।
advertisement
12/17
তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
advertisement
13/17
পার্বতী দুটি শর্ত দিলেন। প্রথমত, গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তাঁর পূজার বিধি প্রবর্তন করতে হবে।
পার্বতী দুটি শর্ত দিলেন। প্রথমত, গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তাঁর পূজার বিধি প্রবর্তন করতে হবে।
advertisement
14/17
শিবঠাকুর তাঁর ভুল বুঝতে পারেন এবং ব্রহ্মাকে আদেশ করেন, উত্তর দিকে মুখ করে শুয়ে থাকা যেকোনও প্রাণির মুণ্ড নিয়ে আসতে।
শিবঠাকুর তাঁর ভুল বুঝতে পারেন এবং ব্রহ্মাকে আদেশ করেন, উত্তর দিকে মুখ করে শুয়ে থাকা যেকোনও প্রাণির মুণ্ড নিয়ে আসতে।
advertisement
15/17
এক শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন। শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন।
এক শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন। শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন।
advertisement
advertisement
advertisement