Durga Puja 2021: এ বার দুর্গাপুজো কবে? কখন অষ্টমীর অঞ্জলি, কখনই বা সন্ধি পুজো? দেখে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আগামী ৫ অক্টোবর থেকে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) । এখনই জেনে নিন দুর্গা পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট ।
• আর মাস খানেকের অপেক্ষা । তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) । আকাশে-বাতাসে পুজোর গন্ধ যেন ম ম করছে । নদীর ধারে কাশ ফুলে হালকা হালকা রেশ দেখা যাচ্ছে । মায়ের আগমণের প্রাককালে নিজেকে সাজিয়ে তুলছে ধরিত্রী । আমরাও প্রস্তুত হচ্ছি মনে মনে । আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক গোছগাছ, প্ল্যানিং । একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া... তেমনই আছে সময় মতো পুজো দেওয়া, অঞ্জলি, ভোগ খাওয়া । তাই পুজোর পরিকল্পনা করার আগে জেনে নিন দুর্গা পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট ।
advertisement
advertisement
advertisement
advertisement
• ষষ্ঠী– ষষ্ঠী তিথি আরম্ভ– বাংলা– ২৩ আশ্বিন, রবিবার। ইংরেজি– ১০ অক্টোবর, রবিবার। সময়– রাত ২টো ১৬ মিনিট। ষষ্ঠী তিথি শেষ– বাংলা– ২৪ আশ্বিন, সোমবার। ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার। সময়– রাত ১১টা ৫১ মিনিট। শ্রী শ্রী শারদীয়া দুর্গা ষষ্ঠী। সকাল ৯টা ২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ০২ মিনিটের মধ্যে। পুনরায় ৮টা ২৯ মিনিট গতে ৯টা ২৭ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ (তৃতীয় কল্প) ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
advertisement
• সপ্তমী তিথি আরম্ভ– বাংলা– ২৪ আশ্বিন, সোমবার। ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার। সময়– রাত ১১টা ৫২ মিনিট। সপ্তমী তিথি শেষ– বাংলা– ২৫ আশ্বিন, মঙ্গলবার। ইংরেজি– ১২ অক্টোবর, মঙ্গলবার। সময়– রাত ৯টা ৪৮ মিনিট। দিবা ৯ টা ২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭ টা ০২ মধ্যে, পুনরায় ৮ টা ২৯ গতে ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ (৪র্থ কল্প) ও সপ্তমী বিহিত পূজা প্রসস্তা। রাত্রি ১০ টা ৫৯ গতে ১১ টা ৪৭ মধ্যে কুলচারানুসারে শ্রী শ্রী শারদীয়া দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা।
advertisement
• অষ্টমী - অষ্টমী তিথি আরম্ভ – বাংলার – ২৫ আশ্বিন, মঙ্গলবার। ইং – ১২ অক্টোবর, মঙ্গলবার। সময় –রাত্রি ৯ টা ৪৯ মিনিট। অষ্টমী তিথি শেষ – বাংলার – ২৬ আশ্বিন, বুধবার। ইং – ১৩ অক্টোবর, বুধবার। সময় – রাত্রি ০৮ টা ০৮ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮ টা ২৯ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ (৫ম কল্প) এবং কেবল মহাষ্টমী কল্পারম্ভ প্রসস্তা (ষষ্ঠ কল্প)। বীরাষ্টমী এবং মাষ্টমী ব্রতোপবাস।
advertisement
advertisement
• নবমী – নবমী তিথি আরম্ভ – বাংলার – ২৬ আশ্বিন, বুধবার। ইং – ১৩ অক্টোবর, বুধবার। সময় – রাত্রি ০৮ টা ০৯ মিনিট। নবমী তিথি শেষ –- বাংলার – ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। ইং – ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। সময় – রাত্রি ৬ টা ৫৩ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পূজা এবং কেবল মহানবমী কল্পে (৭ম কল্প) পূজা প্রসস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন।
advertisement
• দশমী – দশমী তিথি আরম্ভ – বাংলার – ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। ইং – ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। সময় – রাত্রি ৬ টা ৫৪ মিনিট। দশমী তিথি শেষ – বাংলার – ২৮ আশ্বিন, শুক্রবার। ইং – ১৫ অক্টোবর, শুক্রবার। সময় – সন্ধ্যা ৬ টা ০৩ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ০৮ টা ২৯ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রসস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।
advertisement
advertisement
advertisement
• ষষ্ঠী – ষষ্ঠী তিথি আরম্ভ – বাংলার – ২৪ আশ্বিন, সোমবার। ইং – ১১ অক্টোবর, সোমবার। সময় – প্রাতঃ ৬ টা ২৩ মিনিট ০৮ সেকেন্ড। ষষ্ঠী তিথি শেষ – বাংলার – ২৪ আশ্বিন সোমবার। ইং – ১১ অক্টোবর, সোমবার। সময় – রাত্রি শেষ ৪ টে ০৩ মিনিট ০৪ সেকেন্ড। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রসস্তা।
advertisement
• সপ্তমী – সপ্তমী তিথি আরম্ভ – বাংলার – ২৪ আশ্বিন, সোমবার। ইং – ১১ অক্টোবর, সোমবার। সময় – রাত্রি শেষ ৪ টে ০৩ মিনিট ০৫ সেকেন্ড। সপ্তমী তিথি শেষ – বাংলার – ২৫ আশ্বিন, মঙ্গলবার। ইং – ১২ অক্টোবর, মঙ্গলবার। সময় – রাত্রি ১ টা ৪৬ মিনিট ৩৩ সেকেন্ড। পূর্বাহ্ণ ৯ টা ২৬ মিনিট ৫৭ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭ টা ০১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে, পুনরায় ৮ টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রসস্তা।
advertisement
• অষ্টমী – অষ্টমী তিথি আরম্ভ – বাংলার - ২৫ আশ্বিন, মঙ্গলবার। ইং – ১২ অক্টোবর, মঙ্গলবার। সময় – রাত্রি – ১ টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড। অষ্টমী তিথি শেষ – বাংলার – ২৬ আশ্বিন, বুধবার। ইং – ১৩ অক্টোবর, বুধবার। সময় – রাত্রি ১১ টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড। পূর্বাহ্ণ ৯ টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ড মধ্যে কিন্তু কাল বেলানুরোধে ৮ টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রসস্তা।