Fuchka: ফুচকাকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯% মানুষই দিয়েছে ভুল উত্তর! আপনার কি জানা আছে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fuchka: কারও পছন্দ বেশি ঝাল আবার কারও পছন্দ বেশি টক। আগে মূলত তেঁতুল জলের ফুচকা বা দই ফুচকাতেই মজে থাকত আট থেকে আশি। কিন্তু এখন বাজার গরম করতে এসেছে চিকেন ফুচকা, চকোলেট ফুচকা, পনির ফুচকা বা আইসক্রিম ফুচকাও।
advertisement
advertisement
advertisement
কারও পছন্দ বেশি ঝাল আবার কারও পছন্দ বেশি টক। আগে মূলত তেঁতুল জলের ফুচকা বা দই ফুচকাতেই মজে থাকত আট থেকে আশি। কিন্তু এখন বাজার গরম করতে এসেছে চিকেন ফুচকা, চকোলেট ফুচকা, পনির ফুচকা বা আইসক্রিম ফুচকাও। আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে মিরিন্ডা ফুচকা। এছাড়াও নানা ধরনের ফুচকা তৈরি করে চমকে দিয়েছেন অনেকেই। প্রতীকী ছবি।
advertisement
advertisement
পাড়ার মোড়ে ফুচকাওয়ালার দোকান খুলতে না খুলতেই জমে যায় ভিড়। সাধারণত বিকেলের দিকেই বেশিরভাগ মানুষ ফুচকা খেয়ে থাকেন। অনেকে আবার ফুচকা খাওয়া নিয়ে প্রতিযোগিতাতেও যোগ দেন। ঝড়, জল, বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ছাতা মাথায় দিয়েও চলে ফুচকা খাওয়ার কম্পিটিশন। এভাবেই সেই কোন কাল থেকে সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে ফুচকা। প্রতীকী ছবি।
advertisement
তবে জানেন কি এই ফুচকাকে ইংরেজিতে কী বলে? উত্তর খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়ছেন অনেকেই। প্রিয় খাবার হলেও অনেকেই তাকে ইংরেজিতে কি বলা হয় তা জানেন না। আসলে তা জানার কোনও প্রয়োজনও সেভাবে পড়েনি। এটি এমন একটি স্ট্রিট ফুড যা প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু ফুচকার ইংরেজি নামটি কী তা জানার কৌতূহলও কম নয়। প্রতীকী ছবি।
advertisement
advertisement