শুধুই কী সোনা ? ধনতেরাসের দিন সৌভাগ্য বৃদ্ধিতে এই জিনিসগুলিও কিনতে ভুলবেন না

Last Updated:
সোনা ছাড়াও বেশ কিছু কিনিস আছে যা ধনতেরাসের দিন কিনলে আপনার সৌভাগ্যের বৃদ্ধি হতে পারে। জেনে নিন কী সেই জিনিসগুলো
1/6
দীপাবলির আলোর উজ্জ্বলতা ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। আর আলোর উৎসব দীপাবলির আগের দিন দেশের বিভিন্ন অংশে পালিত হয় ধনতেরাস। এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। এদিন সকাল থেকেই কেনাকাটা ঘিরে ব্যস্ত সবাই। বিশেষ করে জুয়েলারির দোকান থেকে বাসনের দোকানে ভিড় সব থেকে বাসি। তবে, এদিন সোনা কেনার জন্য আগ্রহ বেশি লক্ষ্য করা যায়।
দীপাবলির আলোর উজ্জ্বলতা ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। আর আলোর উৎসব দীপাবলির আগের দিন দেশের বিভিন্ন অংশে পালিত হয় ধনতেরাস। এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। এদিন সকাল থেকেই কেনাকাটা ঘিরে ব্যস্ত সবাই। বিশেষ করে জুয়েলারির দোকান থেকে বাসনের দোকানে ভিড় সব থেকে বাসি। তবে, এদিন সোনা কেনার জন্য আগ্রহ বেশি লক্ষ্য করা যায়।
advertisement
2/6
তবে শাস্ত্রবিদের দাবি, সোনা ছাড়াও বেশ কিছু কিনিস আছে যা ধনতেরাসের দিন কিনলে আপনার সৌভাগ্যের বৃদ্ধি হতে পারে। জেনে নিন কী সেই জিনিসগুলো (Photo collected)
তবে শাস্ত্রবিদের দাবি, সোনা ছাড়াও বেশ কিছু কিনিস আছে যা ধনতেরাসের দিন কিনলে আপনার সৌভাগ্যের বৃদ্ধি হতে পারে। জেনে নিন কী সেই জিনিসগুলো (Photo collected)
advertisement
3/6
ধনতেরসের দিন ছোট্ট একটি স্টিলের চামচ কিনলেও আপনার  সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। (Photo collected)
ধনতেরসের দিন ছোট্ট একটি স্টিলের চামচ কিনলেও আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। (Photo collected)
advertisement
4/6
ধনতেরসের দিন অনেকেই সোনা বা রুপো কিনতে পারেন না, তার বদলে আপনি কিনতে পারবেন ধনে গুড়ো। এতে লক্ষ্মী ঠাকুর খুশি হবে আর ঘরের মঙ্গলো হবে (Photo collected)
ধনতেরসের দিন অনেকেই সোনা বা রুপো কিনতে পারেন না, তার বদলে আপনি কিনতে পারবেন ধনে গুড়ো। এতে লক্ষ্মী ঠাকুর খুশি হবে আর ঘরের মঙ্গলো হবে (Photo collected)
advertisement
5/6
ধনতেরাসের দিন আপনি সিঁদুরো কিনতে পারেন। এই সিঁদুর লক্ষ্মীর ঝাঁপিতে রেখে লক্ষ্মীর পুজো করুন। ঘরে সুখ সমৃদ্ধি আসবে। (Photo collected)
ধনতেরাসের দিন আপনি সিঁদুরো কিনতে পারেন। এই সিঁদুর লক্ষ্মীর ঝাঁপিতে রেখে লক্ষ্মীর পুজো করুন। ঘরে সুখ সমৃদ্ধি আসবে। (Photo collected)
advertisement
6/6
কিন্তু এই দিন কখনওই অ্যালুমিনিয়ামের বা কাঁচের কোনও বাসন কিনবেন না। একে অশুভ মনে করা হয়। তাই এই কিনলে ঘরে নেমে আসবে দুঃখ।  (Photo collected)
কিন্তু এই দিন কখনওই অ্যালুমিনিয়ামের বা কাঁচের কোনও বাসন কিনবেন না। একে অশুভ মনে করা হয়। তাই এই কিনলে ঘরে নেমে আসবে দুঃখ। (Photo collected)
advertisement
advertisement
advertisement