ছাত্রীকে উত্যক্ত করত ২ সন্তানের 'বাবা'! সহ্যের সীমা ছাড়াতে যা করলেন কিশোরীর বাবা...! হতবাক পুলিশ
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Father: এক ব্যক্তি নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের নামে উত্যক্ত করছিল। এই খবর জানার পর মেয়ের বাবা ক্ষুব্ধ হন। এরপর তিনি এমন এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন, যা শুনে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশেরও চক্ষু চড়কগাছ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
এক শীর্ষ পুলিশ কর্তা জানান, রবিবার অভিযুক্ত বাবাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের সময় মৃতদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। যদিও হত্যাকারী মৃতদেহ ছিন্নভিন্ন করেননি, তবে প্রমাণ লোপাট করতে তা আগুনে পুড়িয়ে দেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি শুধু হত্যাই করেননি, মৃত ব্যক্তির মোটরবাইকেও আগুন লাগিয়ে দেন।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নবম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল নিহত ব্যক্তি। একপর্যায়ে মেয়ের বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে খুনের পরিকল্পনা করেন। প্রথমে নিখোঁজ ডায়েরি হলেও, পরে এটি খুনের মামলায় রূপান্তরিত হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।