Inmate: 'একলা মরতে হবে না'- নিঃসঙ্গতা থেকে রেহাই পেতে চুরি করে জেলে গেলেন বৃদ্ধা!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
একা বাঁচতে ভয় পান, তাই হাজতবাসেও আপত্তি নেই তাঁর। জেলের গরাদের পিছনে বসে নিশ্চিন্তে বাকি জীবন কাটাতেই চেয়েছিলেন আকিয়ো নামের সেই বৃদ্ধা।
advertisement
advertisement
একা বাঁচতে ভয় পান, তাই হাজতবাসেও আপত্তি নেই তাঁর। জেলের গরাদের পিছনে বসে নিশ্চিন্তে বাকি জীবন কাটাতেই চেয়েছিলেন আকিয়ো নামের সেই বৃদ্ধা। দু’বেলার খাবার ও মাথার উপর নিশ্চিন্ত আশ্রয় পাওয়ার জন্যই তিনি দ্বিতীয় বারের জন্য ইচ্ছাকৃত ভাবে চুরি করে গ্রেফতার হন কয়েক বছর আগে। ৬০ বছর বয়সে প্রথম বার খাবার চুরির অভিযোগে সাজা পান আকিয়ো। প্রতীকী ছবি
advertisement
জেল থেকে ছাড়া পাওয়ার পর দু’মাসে এক বার পাওয়া পেনশনের উপর নির্ভর করে চলতে হত তাঁকে। পারিবারিক সহায়তার অভাবে ফের চুরির পথই বেছে নেন বৃদ্ধা। চুরির অপরাধে জেলে যাওয়ার আগে নিজের ৪৩ বছর বয়সি পুত্রের সঙ্গে থাকতেন তিনি। নিজের সন্তানও মাঝেমধ্যেই তাঁকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাতেন। সে কারণে নিঃসঙ্গ অবস্থায় মারা যাওয়ার ভয় মনের মধ্যে ঢুকে যায় ওই বৃদ্ধার। সেই হতাশা থেকেই তিনি বার বার চুরির সিদ্ধান্ত নেন। প্রতীকী ছবি
advertisement
advertisement
৮১ বছর বয়সে দ্বিতীয় বারের সাজা ভোগ করার পর জাপানের তোচিগি মহিলা কারাগার থেকে ২০২৪ সালের অক্টোবরে তিনি মুক্তি পেয়েছেন। তাঁর ছেলে কী মনে করবেন, সেই নিয়েই অবশ্য চিন্তায় রয়েছেন বৃদ্ধা। মহিলা কারাগারে প্রায় ৫০০ বন্দি থাকেন। এঁদের প্রতি পাঁচ জনের মধ্যে এক জন বৃদ্ধা। তাঁদের দেখাশোনার জন্য রয়েছেন কর্মীরা। এখানকার ব্যবস্থাপনা প্রায় হাসপাতালের মতোই। তাই একা আকিয়ো নন, তাঁর মতো আরও অনেকেই নিঃসঙ্গ জীবন কাটাতে না পেরে কারাগারের ভিতরে জীবন কাটানোকেই নিরাপদ বলে মনে করছেন। তথ্য বলছে, এই সংশোধনাগারগুলিতে ৬৫ বছরের বেশি বয়সী মহিলা বন্দিদের সংখ্য়া ২০০৩ সালের তুলনায় বর্তমানে চারগুণ বেড়ে গিয়েছে।। প্রতীকী ছবি