Study On Earth: পৃথিবীর অভ‍্যন্তরে চলছে ভয়ানক কাণ্ড! কোন ‘মহাপ্রলয়’ ঘনিয়ে আসছে? নতুন গবেষণায় চাঞ্চল‍্যকর তথ‍্য

Last Updated:
Earth's Rotation: ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে গরম, গলছে বরফ। দূষণের থাবায় জলবায়ু পরিবর্তন চিন্তা বাড়াচ্ছে। এসবের মাঝেই আরও এক চাঞ্চল‍্যকর তথ‍্য দিলেন বিজ্ঞানীরা।
1/7
ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে গরম, গলছে বরফ। দূষণের থাবায় জলবায়ু পরিবর্তন চিন্তা বাড়াচ্ছে। এসবের মাঝেই আরও এক চাঞ্চল‍্যকর তথ‍্য দিলেন বিজ্ঞানীরা।
ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে গরম, গলছে বরফ। দূষণের থাবায় জলবায়ু পরিবর্তন চিন্তা বাড়াচ্ছে। এসবের মাঝেই আরও এক চাঞ্চল‍্যকর তথ‍্য দিলেন বিজ্ঞানীরা।
advertisement
2/7
সম্প্রতি ইউনিভার্সিটি অফ সাদার্ন ক‍্যালিফোর্নিয়া (USC)-এর বিজ্ঞানীদের করা একটি গবেষণায় জানা গিয়েছে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী তথ‍্য। পৃথিবীর ঘূর্ণণ নিয়ে গুরুত্বপূর্ণ ত‍থ‍্য দিয়েছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি ইউনিভার্সিটি অফ সাদার্ন ক‍্যালিফোর্নিয়া (USC)-এর বিজ্ঞানীদের করা একটি গবেষণায় জানা গিয়েছে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী তথ‍্য। পৃথিবীর ঘূর্ণণ নিয়ে গুরুত্বপূর্ণ ত‍থ‍্য দিয়েছেন বিজ্ঞানীরা।
advertisement
3/7
গবেষণায় জানা গিয়েছে, পৃথিবীর আভ‍্যন্তরিণ অংশে বা কেন্দ্রভাগে ঘূর্ণণ ধীরে হয়ে গিয়েছে। অর্থাত্‍ পৃথিবীর উপরিভাগ যে গতিতে ঘুরছে, কেন্দ্রভাগ তার চেয়ে ধীরে ঘুরছে।
গবেষণায় জানা গিয়েছে, পৃথিবীর আভ‍্যন্তরিণ অংশে বা কেন্দ্রভাগে ঘূর্ণণ ধীরে হয়ে গিয়েছে। অর্থাত্‍ পৃথিবীর উপরিভাগ যে গতিতে ঘুরছে, কেন্দ্রভাগ তার চেয়ে ধীরে ঘুরছে।
advertisement
4/7
গবেষণায় আরও জানা গিয়েছে, ৪০ বছরে এই প্রথম এত ধীর গতিতে চলেছে পৃথিবীর কেন্দ্রভাগ। পৃথিবীর কেন্দ্রের ঘোরা ধীরে হয়ে যাওয়ার কী প্রভাব পড়বে প্রকৃতিতে? তাও জানা গেল।
গবেষণায় আরও জানা গিয়েছে, ৪০ বছরে এই প্রথম এত ধীর গতিতে চলেছে পৃথিবীর কেন্দ্রভাগ। পৃথিবীর কেন্দ্রের ঘোরা ধীরে হয়ে যাওয়ার কী প্রভাব পড়বে প্রকৃতিতে? তাও জানা গেল।
advertisement
5/7
বিশ্বের অন‍্যতম প্রসিদ্ধ বিজ্ঞানভিত্তিক পত্রিকা নেচার-এ প্রকাশির এই গবেষণার তথ‍্য অনুযায়ী, মোটামুটি ২০১০ সাল থেকে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণণ ধীর হওয়া শুরু হয়েছিল।
বিশ্বের অন‍্যতম প্রসিদ্ধ বিজ্ঞানভিত্তিক পত্রিকা নেচার-এ প্রকাশির এই গবেষণার তথ‍্য অনুযায়ী, মোটামুটি ২০১০ সাল থেকে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণণ ধীর হওয়া শুরু হয়েছিল।
advertisement
6/7
এই ধীর গতির প্রভাব পড়বে আর্থস ম‍্যাগনেটিক ফিল্ড বা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের উপর। সেইসঙ্গে দিনের পরিমাণও বেড়ে যাবে।
এই ধীর গতির প্রভাব পড়বে আর্থস ম‍্যাগনেটিক ফিল্ড বা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের উপর। সেইসঙ্গে দিনের পরিমাণও বেড়ে যাবে।
advertisement
7/7
বিজ্ঞানীরা জানাচ্ছেন, খুব অল্প অল্প, কয়েক সেকেন্ড করে বাড়তে পারে দিন-রাতের পরিমাণ। তবে এর দীর্ঘস্থায়ী প্রভাবের ফলে আরও কী কী ঘটতে পারে তা সম্পর্কে এখনও গবেষণা চলেছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, খুব অল্প অল্প, কয়েক সেকেন্ড করে বাড়তে পারে দিন-রাতের পরিমাণ। তবে এর দীর্ঘস্থায়ী প্রভাবের ফলে আরও কী কী ঘটতে পারে তা সম্পর্কে এখনও গবেষণা চলেছে।
advertisement
advertisement
advertisement