ছেলেবেলায় চাঁদ মামা বা চাঁদের বুড়ির গল্প শোনেনি এরকম মানুষের সংখ্যা নেই বললেই চলে। ছোট থেকে বড়দের মুখে শুনে কিংবা বই পড়ে জানা যায় যে পৃথিবীর একটাই চাঁদ। কিন্তু সম্প্রতি পৃথিবীর আরও এক চাঁদের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমাদের গ্রহের কাছাকাছি রয়েছে আরও এক গ্রহাণু। এমনই এক আশ্চর্যজনক দাবি জ্যোতির্বিজ্ঞানীদের। যা চাঁদের মতোই পৃথিবীর চারপাশে ঘোরে। এই কারণে, একেও পৃথিবীর আরও এক চাঁদ বলা যেতে পারে।
তথ্য অনুযায়ী, এই গ্রহাণুর নাম ২০২৩ FW১৩। মঙ্গল ও শুক্র গ্রহের মধ্য দিয়ে যায় এই গ্রহাণুর কক্ষপথ। এই গ্রহাণুর নাম থেকেই জানা যায় যে এটি ২০২৩ সালে আবিষ্কৃত হয়েছিল। Skyand Telescope অনুসারে, বিজ্ঞানীরা ২৮ মার্চ প্রথম এই গ্রহাণুটি দেখেছিলেন। প্যান-স্টারস সার্ভে টেলিস্কোপের সাহায্যেই পর্যাবেক্ষণ করা হয় গ্রহাণুটিকে।
Asteroid 2023 FW13' প্রায় ২১২১ বছর ধরে পৃথিবীর চারপাশে রয়েছে এবং আগামী ১৭০০ বছরপৃথিবীর কাছাকাছি থাকবে। এই গ্রহাণু পৃথিবীর জন্য ভয়ের কারণ না হলেও যদি এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তবে তা বড় ধরনের ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে যেমন কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসরের অবলুপ্তি হয়েছিল গ্রহাণুর সংঘর্ষের কারণেই।