Durga Puja 2021: দুর্গা পুজোর বাকি আর মাত্র ৫০ দিন! কবে পড়েছে মহালয়া? জেনে নিন সম্পূর্ণ সময়সূচী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
পুজোর (Durga Puja 2021) পরিকল্পনা কিন্তু শুরু হয় মহালয়া (Mahalaya 2021) থেকেই । তাই সমস্ত পরিকল্পনা করার আগে জেনে নিন মহালয়ার দিনক্ষণ ।
• আর মাস দেড়েকের অপেক্ষা । তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) । আকাশে-বাতাসে পুজোর গন্ধ যেন ম ম করছে । নদীর ধারে কাশ ফুলে হালকা হালকা রেশ দেখা যাচ্ছে । মায়ের আগমণের প্রাককালে নিজেকে সাজিয়ে তুলছে ধরিত্রী । আমরাও প্রস্তুত হচ্ছি মনে মনে । আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক গোছগাছ, প্ল্যানিং । একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া...তেমনই আছে সময় মতো পুজো দেওয়া, অঞ্জলি, ভোগ খাওয়া । আর পুজোর পরিকল্পনা কিন্তু শুরু হয় মহালয়া (Mahalaya 2021) থেকেই । তাই সমস্ত পরিকল্পনা করার আগে জেনে নিন মহালয়ার দিনক্ষণ ।
advertisement
advertisement
advertisement
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে– মহালয়া– অমাবস্যা তিথি, আরম্ভ– বাংলা– ১৮ আশ্বিন, মঙ্গলবার। ইংরেজি– ৫ অক্টোবর, মঙ্গলবার। সময়– সন্ধ্যা ৭টা ০৬ মিনিট। অমাবস্যা তিথি শেষ, বাংলা– ১৯ আশ্বিন, বুধবার। ইংরেজি– ৬ অক্টোবর, বুধবার। সময়– বিকেল ৪টে ৩৫ মিনিট। অমাবস্যার ব্রতোপবাস। মহালয়া পার্বণ শ্রাদ্ধম। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা।
advertisement