এ বছর দেবীর আগমন-গমন দুয়েই অমঙ্গল! জেনে নিন কেন এমন?

Last Updated:
1/13
পুজো শুরু হতে আর বাকী মাত্র এক সপ্তাহ ৷ আবহাওয়া দপ্তরের হিসেব বলছে দুর্গাপুজোর আবহাওয়ার পরিবেশ থাকবে প্রতিকূল ৷  আর তাই শুনে মুখ গোমড়া সকলেরই ৷ কিন্তু মা-ঠাকুমারা এ খাবার শুনে বললেন হবেই তো । (Photo  Collected)
পুজো শুরু হতে আর বাকী মাত্র এক সপ্তাহ ৷ আবহাওয়া দপ্তরের হিসেব বলছে দুর্গাপুজোর আবহাওয়ার পরিবেশ থাকবে প্রতিকূল ৷ আর তাই শুনে মুখ গোমড়া সকলেরই ৷ কিন্তু মা-ঠাকুমারা এ খাবার শুনে বললেন হবেই তো । (Photo Collected)
advertisement
2/13
মজার ব্যপারা হল দেবী দুর্গা সিংহবাহনী ৷ তাহলে ঘোড়ায় আগমন, দোলায় গমন, গজে গমনাগমের মতো প্রশ্নগুলি আসে কী করে ! বিষয়টি বেশ মজার ৷ দেবীদুর্গার যাতায়াতের সঙ্গে প্রকৄতির যোগ প্রবল । (Photo collected)
মজার ব্যপারা হল দেবী দুর্গা সিংহবাহনী ৷ তাহলে ঘোড়ায় আগমন, দোলায় গমন, গজে গমনাগমের মতো প্রশ্নগুলি আসে কী করে ! বিষয়টি বেশ মজার ৷ দেবীদুর্গার যাতায়াতের সঙ্গে প্রকৄতির যোগ প্রবল । (Photo collected)
advertisement
3/13
শাস্ত্র আছে, দেবীর গমনাগমন যদি রবিবার বা সোমবার হয় তাহলে তাঁর যানবাহন হয় গজ ৷ আবার দেবীর গমনাগম শনিবার বা মঙ্গলবার হলে তিনি চড়েন ঘোটকে ৷ (Photo collected)
শাস্ত্র আছে, দেবীর গমনাগমন যদি রবিবার বা সোমবার হয় তাহলে তাঁর যানবাহন হয় গজ ৷ আবার দেবীর গমনাগম শনিবার বা মঙ্গলবার হলে তিনি চড়েন ঘোটকে ৷ (Photo collected)
advertisement
4/13
কিন্তু, বৄহস্পতিবার বা শুক্রবার যদি দেবীর গমনাগমন হয় তাহলে তিনি দোলায় যাতায়াত করেন ৷ আর বুধবার হলে তাঁর যাতায়াতের যানবাহন হয় নৌকা ৷ (Photo collected)
কিন্তু, বৄহস্পতিবার বা শুক্রবার যদি দেবীর গমনাগমন হয় তাহলে তিনি দোলায় যাতায়াত করেন ৷ আর বুধবার হলে তাঁর যাতায়াতের যানবাহন হয় নৌকা ৷ (Photo collected)
advertisement
5/13
দেবী যদি গজে গমনাগমন করেন তাহলে পৄথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয় ৷ সুখ সমৄদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্ত্যভূমি ৷ (Photo collected)
দেবী যদি গজে গমনাগমন করেন তাহলে পৄথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয় ৷ সুখ সমৄদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্ত্যভূমি ৷ (Photo collected)
advertisement
6/13
হাতি হল অন্নপূর্ণা এবং দেবশিল্পী বিশ্বকর্মার বাহন ৷ অন্নপূর্ণার আশির্বাদে শস্যশ্যামলা হয়ে ওঠে এই বসুন্ধরা। বিশ্বকর্মার বাহন যেমন গজ তাই, তেমনই বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা ৷ তাই গজে গমনাগমনের ফলে পৄথিবীতে কৄষিকাজের পাশাপাশি শিল্পের উন্নতি ও প্রসার হয় ৷ (Photo collected)
হাতি হল অন্নপূর্ণা এবং দেবশিল্পী বিশ্বকর্মার বাহন ৷ অন্নপূর্ণার আশির্বাদে শস্যশ্যামলা হয়ে ওঠে এই বসুন্ধরা। বিশ্বকর্মার বাহন যেমন গজ তাই, তেমনই বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা ৷ তাই গজে গমনাগমনের ফলে পৄথিবীতে কৄষিকাজের পাশাপাশি শিল্পের উন্নতি ও প্রসার হয় ৷ (Photo collected)
advertisement
7/13
দেবী দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন করেন তার ফল মর্ত্যে বহু মৄত্যু ৷ এই বহু মৄত্যু হতে পারে প্রাকৄতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে ৷ (Photo collected)
দেবী দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন করেন তার ফল মর্ত্যে বহু মৄত্যু ৷ এই বহু মৄত্যু হতে পারে প্রাকৄতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে ৷ (Photo collected)
advertisement
8/13
দোলা হল পালকির মতো একটি যান ৷ যার স্থিরতা কম, সদা দলুল্যমান, অল্পে ভঙ্গুর এবং অনেক সময়ই বিপদের কারণ ৷ তাই দুর্গার দোলায় গমনাগমনই মর্ত্যভূমির স্থিরতা ব্যাহত হতেই পারে ৷  (Photo Collected)
দোলা হল পালকির মতো একটি যান ৷ যার স্থিরতা কম, সদা দলুল্যমান, অল্পে ভঙ্গুর এবং অনেক সময়ই বিপদের কারণ ৷ তাই দুর্গার দোলায় গমনাগমনই মর্ত্যভূমির স্থিরতা ব্যাহত হতেই পারে ৷ (Photo Collected)
advertisement
9/13
দেবী দুর্গার গমনাগমন ঘোটকে হলে চরম বিশৄঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্ত্যভূমিতে ৷ ঘোটক অত্যন্ত ক্ষিপ্রগামী, বুদ্ধিমান এবং প্রভুভক্ত ৷ তবুও কখনও কখনও তার আচরণে উদভ্রান্ত ভাবও লক্ষ্য করা যায় ৷ এমন সময় ঘোড়া ছুটতে থাকে লক্ষ্মীর বিপরীতে ৷ (Photo collected)
দেবী দুর্গার গমনাগমন ঘোটকে হলে চরম বিশৄঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্ত্যভূমিতে ৷ ঘোটক অত্যন্ত ক্ষিপ্রগামী, বুদ্ধিমান এবং প্রভুভক্ত ৷ তবুও কখনও কখনও তার আচরণে উদভ্রান্ত ভাবও লক্ষ্য করা যায় ৷ এমন সময় ঘোড়া ছুটতে থাকে লক্ষ্মীর বিপরীতে ৷ (Photo collected)
advertisement
10/13
ঘোড়ার এমন স্বভাবের প্রভাবই মর্ত্যের উপর পড়ে যখন দুর্গা গমনাগমন করেন ঘোটকে ৷ এ ছাড়া দেখা যাচ্ছে দেবী ঘোটকে গমনাগমন করেন মঙ্গলবার বা শনিবার ৷ মঙ্গল গ্রহের সেনাপতি, তেজস্বী ও বীরদর্পী ৷ আর শনি হল কূট বুদ্ধি সম্পন্ন, প্রায়শই অনিষ্টকারী ৷ (Photo collected)
ঘোড়ার এমন স্বভাবের প্রভাবই মর্ত্যের উপর পড়ে যখন দুর্গা গমনাগমন করেন ঘোটকে ৷ এ ছাড়া দেখা যাচ্ছে দেবী ঘোটকে গমনাগমন করেন মঙ্গলবার বা শনিবার ৷ মঙ্গল গ্রহের সেনাপতি, তেজস্বী ও বীরদর্পী ৷ আর শনি হল কূট বুদ্ধি সম্পন্ন, প্রায়শই অনিষ্টকারী ৷ (Photo collected)
advertisement
11/13
দেবী দুর্গা নৌকায় গমনাগমন করলে মর্ত্যভূমিতে শস্য খুব ভালো হয়ে থাকে ৷ কিন্তু, অতি বৄষ্টি বা বন্যার আশঙ্কাও থাকে ৷ এক কথায় - জল বৄদ্ধির প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে মর্ত্যভূমিতে ৷ (Photo collected)
দেবী দুর্গা নৌকায় গমনাগমন করলে মর্ত্যভূমিতে শস্য খুব ভালো হয়ে থাকে ৷ কিন্তু, অতি বৄষ্টি বা বন্যার আশঙ্কাও থাকে ৷ এক কথায় - জল বৄদ্ধির প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে মর্ত্যভূমিতে ৷ (Photo collected)
advertisement
12/13
দুর্গা বুধবার যাতায়াত করলেই তার যানবাহন হয় নৌকা ৷ বুধবার হল সৌম্যবার ৷ খুব শান্ত সৌম্য, শান্তিপ্রিয় হলেও বালক স্বভাবের ৷ তাই বুধ সরল কিন্তু চঞ্চল মানসিকতা সম্পন্ন ৷  (Photo collected)
দুর্গা বুধবার যাতায়াত করলেই তার যানবাহন হয় নৌকা ৷ বুধবার হল সৌম্যবার ৷ খুব শান্ত সৌম্য, শান্তিপ্রিয় হলেও বালক স্বভাবের ৷ তাই বুধ সরল কিন্তু চঞ্চল মানসিকতা সম্পন্ন ৷ (Photo collected)
advertisement
13/13
পাঁজিতে লেখা আছে এবছর দেবী আসছেন ঘোড়ায়। পঞ্জিকা মতে এর ফল 'ছত্রভঙ্গ'। দশমীর দিন এবার মা দূর্গার গমন হচ্ছে দোলায়। পঞ্জিকা অনুযায়ী এভাবে গমনের ফল 'মড়ক'। (Photo collected)
পাঁজিতে লেখা আছে এবছর দেবী আসছেন ঘোড়ায়। পঞ্জিকা মতে এর ফল 'ছত্রভঙ্গ'। দশমীর দিন এবার মা দূর্গার গমন হচ্ছে দোলায়। পঞ্জিকা অনুযায়ী এভাবে গমনের ফল 'মড়ক'। (Photo collected)
advertisement
advertisement
advertisement