অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই কাজগুলি করবেন না, মা লক্ষ্মীর রোষে ভিখারি হবেন

Last Updated:
1/7
♦ আগামী মঙ্গলবার অক্ষয় তৃতীয়া ৷ শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা জানাচ্ছেন সেদিনটি নাকি অত্যন্ত মাহেন্দ্র ক্ষণ ৷
♦ আগামী মঙ্গলবার অক্ষয় তৃতীয়া ৷ শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা জানাচ্ছেন সেদিনটি নাকি অত্যন্ত মাহেন্দ্র ক্ষণ ৷
advertisement
2/7
♦ আর সেই দিন বিশেষভাবে পুজো করলে নাকি মা লক্ষ্মী সংসারে বাঁধা পড়েন ৷ তবে এ দিনটিতে কয়েকটি কাজ করলে নাকি মা লক্ষ্মীর রোষ দৃষ্টিও পড়তে পারে ৷ আর তার জেরে অর্থাভাব দেখা দিতে পারে ৷ সেই কারণে সাবধান হয়ে যান ৷ জেনে নিন সে গুলি সম্পর্কে-
♦ আর সেই দিন বিশেষভাবে পুজো করলে নাকি মা লক্ষ্মী সংসারে বাঁধা পড়েন ৷ তবে এ দিনটিতে কয়েকটি কাজ করলে নাকি মা লক্ষ্মীর রোষ দৃষ্টিও পড়তে পারে ৷ আর তার জেরে অর্থাভাব দেখা দিতে পারে ৷ সেই কারণে সাবধান হয়ে যান ৷ জেনে নিন সে গুলি সম্পর্কে-
advertisement
3/7
 ♦ অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছিড়বেন না ৷ ভগবান বিষ্ণুর তুলসী পাতা ভীষণ প্রিয়, সেই কারণে এমনটা করলে মা লক্ষ্মী কূপিত হন ৷
♦ অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছিড়বেন না ৷ ভগবান বিষ্ণুর তুলসী পাতা ভীষণ প্রিয়, সেই কারণে এমনটা করলে মা লক্ষ্মী কূপিত হন ৷
advertisement
4/7
♦ এ দিন মা লক্ষ্মীর পুজো করার সময় আশপাশ পরিষ্কার রাখুন ৷ পরিষ্কার বস্ত্র পরে মায়ের পুজো করুন ৷
♦ এ দিন মা লক্ষ্মীর পুজো করার সময় আশপাশ পরিষ্কার রাখুন ৷ পরিষ্কার বস্ত্র পরে মায়ের পুজো করুন ৷
advertisement
5/7
♦ যদি কোনও ব্রত রাখেন, তবে অবশ্যই সে দিকটিতে খেয়াল রাখুন ৷ ব্রত শেষ হওয়ার আগে উপবাস ভাঙবেন না ৷
♦ যদি কোনও ব্রত রাখেন, তবে অবশ্যই সে দিকটিতে খেয়াল রাখুন ৷ ব্রত শেষ হওয়ার আগে উপবাস ভাঙবেন না ৷
advertisement
6/7
 ♦ অক্ষয় তৃতীয়ার দিন উপনয়ন সংস্কার করা ঠিক নয় ৷ এদিন এমন কাজ করাকে অশুভ মনে করা হয় ৷
♦ অক্ষয় তৃতীয়ার দিন উপনয়ন সংস্কার করা ঠিক নয় ৷ এদিন এমন কাজ করাকে অশুভ মনে করা হয় ৷
advertisement
7/7
 ♦ এইদিন নতুন বাড়ি কেনা যায় ৷ তবে নতুন বাড়ির নির্মাণ কাজ করা যায় না ৷
♦ এইদিন নতুন বাড়ি কেনা যায় ৷ তবে নতুন বাড়ির নির্মাণ কাজ করা যায় না ৷
advertisement
advertisement
advertisement