সাবধান! রবিবার সন্ধের আগে এই কাজগুলো করলে জীবন নরক হয়ে যাবে

Last Updated:
1/6
♦ হিন্দুধর্ম অনুযায়ী প্রতিটি বারই খুব গুরুত্বপূর্ণ ৷ প্রতিটি বারেরই বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে ৷ তবে রবিবারটি নিয়ে কিন্তু আমরা অতোটা চিন্তা-ভাবনা করি না ৷ ছুটির দিন হওয়ায়, চুটিয়ে মজা করেই কাটিয়ে দেন অধিকাংশ মানুষ ৷
♦ হিন্দুধর্ম অনুযায়ী প্রতিটি বারই খুব গুরুত্বপূর্ণ ৷ প্রতিটি বারেরই বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে ৷ তবে রবিবারটি নিয়ে কিন্তু আমরা অতোটা চিন্তা-ভাবনা করি না ৷ ছুটির দিন হওয়ায়, চুটিয়ে মজা করেই কাটিয়ে দেন অধিকাংশ মানুষ ৷
advertisement
2/6
♦ তবে এই রবিবার কয়েকটি কাজ করলে কিন্তু জীবনে ঘন আঁধার নেমে আসে ৷ এমনটাই বিধান রয়েছে জ্যোতিষ শাস্ত্রে ৷ আসুন জেনে নেওয়া যাক কী কী করা নিষেধ ৷
♦ তবে এই রবিবার কয়েকটি কাজ করলে কিন্তু জীবনে ঘন আঁধার নেমে আসে ৷ এমনটাই বিধান রয়েছে জ্যোতিষ শাস্ত্রে ৷ আসুন জেনে নেওয়া যাক কী কী করা নিষেধ ৷
advertisement
3/6
♦ রবিবার সূর্যাস্তের আগে নুন খাবেন না ৷ এটিকে প্রচণ্ড অশুভ মনে করা হয় ৷
♦ রবিবার সূর্যাস্তের আগে নুন খাবেন না ৷ এটিকে প্রচণ্ড অশুভ মনে করা হয় ৷
advertisement
4/6
 ♦ রবিবার রাত হওয়ার আগে শারীরিক মিলনে লিপ্ত হওয়া উচিত নয় ৷ এতে সংসার এবং সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷
♦ রবিবার রাত হওয়ার আগে শারীরিক মিলনে লিপ্ত হওয়া উচিত নয় ৷ এতে সংসার এবং সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷
advertisement
5/6
 ♦ রবিবার দিনের বেলায় চুল কাটাও বলা হয় অশুভ ৷
♦ রবিবার দিনের বেলায় চুল কাটাও বলা হয় অশুভ ৷
advertisement
6/6
 ♦ এ ছাড়া সরষের তেলও মাখা বারণ ৷
♦ এ ছাড়া সরষের তেলও মাখা বারণ ৷
advertisement
advertisement
advertisement