Dolphins in Ganga: ডলফিনের সংখ্যা হু হু করে কমছে গঙ্গায়, বাঁচাতেই হবে ওদের না হলে ভয়ানক বিপদ

Last Updated:
Dolphins in Ganga: হুগলি নদীতে কমছে গঙ্গার ডলফিন, শুশুক বাঁচাতে মাঝি আর মৎস্যজীবীদের সচেতনতা কর্মসূচি 
1/6
বজবজ, দক্ষিণ ২৪ পরগনার, নবাব মল্লিক: হুগলি নদীতে কমছে গঙ্গার ডলফিন। শুধু হুগলি নদী নয় সমগ্র গঙ্গাতেই ক্রমশ কমছে শুশুক। আর সেজন্য গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ করতে নেওয়া হয়েছে সচেতনতা কর্মসূচি।
বজবজ, দক্ষিণ ২৪ পরগনার, নবাব মল্লিক: হুগলি নদীতে কমছে গঙ্গার ডলফিন। শুধু হুগলি নদী নয় সমগ্র গঙ্গাতেই ক্রমশ কমছে শুশুক। আর সেজন্য গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ করতে নেওয়া হয়েছে সচেতনতা কর্মসূচি।
advertisement
2/6
নোদাখালির রায়পুরের গদাখালি ঘাটে মৎস্যজীবীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর অন্যান্য জায়গায় এই কর্মসূচি চলবে। রাজ্যের বন ও পরিবহণ দফতর, ডব্লুডব্লুএফ এবং কেন্দ্রীয় সরকারের আইসিএআর- সিআইএফআরআই এই কর্মসূচি করছে।
নোদাখালির রায়পুরের গদাখালি ঘাটে মৎস্যজীবীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর অন্যান্য জায়গায় এই কর্মসূচি চলবে। রাজ্যের বন ও পরিবহণ দফতর, ডব্লুডব্লুএফ এবং কেন্দ্রীয় সরকারের আইসিএআর- সিআইএফআরআই এই কর্মসূচি করছে।
advertisement
3/6
৩০ বছর আগেও ভাগীরথী, হুগলি নদীতে গাঙ্গেয় ডলফিন(শুশুক) যে সংখ্যায় দেখা যেত তা এখন দেখা যায় না। এখন আগের তুলনায় মাত্র ২৫ শতাংশ কম নজরে পড়ে সকলের।
৩০ বছর আগেও ভাগীরথী, হুগলি নদীতে গাঙ্গেয় ডলফিন(শুশুক) যে সংখ্যায় দেখা যেত তা এখন দেখা যায় না। এখন আগের তুলনায় মাত্র ২৫ শতাংশ কম নজরে পড়ে সকলের।
advertisement
4/6
এরজন্য প্রধান কারণ হল নদীর জল দূষণ। এছাড়াও গাঙ্গেয় ডলফিন যে মাছ খেতে ভালবাসে সেই মাছের সংখ্যা কমে যাওয়া। সবমিলিয়ে এই নিরীহ প্রাণীটির উপর প্রভাব পড়ছে।
এরজন্য প্রধান কারণ হল নদীর জল দূষণ। এছাড়াও গাঙ্গেয় ডলফিন যে মাছ খেতে ভালবাসে সেই মাছের সংখ্যা কমে যাওয়া। সবমিলিয়ে এই নিরীহ প্রাণীটির উপর প্রভাব পড়ছে।
advertisement
5/6
লাগাতার প্রচারের ফলে বর্তমানে গাঙ্গেয় ডলফিন শিকার বন্ধ হয়েছে। বন্যপ্রাণী আইনে শুশুক ধরা, বিক্রি এবং বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে সকলকে আরও সচেতন হতে হবে ফলে জানিয়েছেন উদ্যোক্তারা।
লাগাতার প্রচারের ফলে বর্তমানে গাঙ্গেয় ডলফিন শিকার বন্ধ হয়েছে। বন্যপ্রাণী আইনে শুশুক ধরা, বিক্রি এবং বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে সকলকে আরও সচেতন হতে হবে ফলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
6/6
এই প্রাণী জালে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। বেশি সময় ধরে আটকে থাকলে প্রাণীগুলি শ্বাস নিতে না পেরে মারা যায়। ফলে এই বিষয়টি নিয়েও মৎস্যজীবীদের সচেতন থাকতে হবে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
এই প্রাণী জালে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। বেশি সময় ধরে আটকে থাকলে প্রাণীগুলি শ্বাস নিতে না পেরে মারা যায়। ফলে এই বিষয়টি নিয়েও মৎস্যজীবীদের সচেতন থাকতে হবে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement