আপনার এটিএম পিনে এই 'অশুভ' নম্বর নেই তো? হাতে টাকা থাকবে না, সাবধান!

Last Updated:
ATM Pin number- এবার তা হলে প্রশ্ন, এটিএম পিনে কোন সংখ্যা একেবারেই রাখতে নেই! চেষ্টা করবেন কোনওভাবেই যেন এটিএম পিনে ০ সংখ্যাটা না থাকে। সঞ্চয় করতে পারবেন না তা হলে।
1/7
এটিএম কার্ড নেই, আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সহজে টাকা তোলার এর থেকে সহজ উপায় আর নেই। তবে এই কার্ড সঙ্গে থাকলে খুব সাবধানে ব্যবহার করতে হয়। কারণ আজকাল এটিএম কার্ডের জালিয়াতি বেড়েছে রেকর্ড হারে।
এটিএম কার্ড নেই, আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সহজে টাকা তোলার এর থেকে সহজ উপায় আর নেই। তবে এই কার্ড সঙ্গে থাকলে খুব সাবধানে ব্যবহার করতে হয়। কারণ আজকাল এটিএম কার্ডের জালিয়াতি বেড়েছে রেকর্ড হারে।
advertisement
2/7
আজ আমাদের প্রতিবেদন অবশ্য এটিএম কার্ড জালিয়াতি নিয়ে নয়। আজ আমরা বলব, এটিএম কার্ডের পিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। সবার আগে বলে রাখা ভাল, News18 বাংলা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। এই প্রতিবেদন বিশ্বাস-অবিশ্বাসের দায় সম্পূর্ণরূপে পাঠকের।
আজ আমাদের প্রতিবেদন অবশ্য এটিএম কার্ড জালিয়াতি নিয়ে নয়। আজ আমরা বলব, এটিএম কার্ডের পিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। সবার আগে বলে রাখা ভাল, News18 বাংলা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। এই প্রতিবেদন বিশ্বাস-অবিশ্বাসের দায় সম্পূর্ণরূপে পাঠকের।
advertisement
3/7
আমরা অনেক সময় আক্ষেপ করে বলি, হাতে একদম টাকা থাকছে না। কিন্তু কখনও কি ভেবে দেখেছি, কেন টাকা থাকছে না! অতিরিক্ত খরচ, অকারণ ব্যয় আমাদের টাকা না থাকার অন্যতম কারণ। তবে জ্যোতিষসাস্ত্র বলছে, এটিএম পিনে কিছু অশুভ সংখ্যা রাখলেও বাড়তি ব্যয় হতে পারে।
আমরা অনেক সময় আক্ষেপ করে বলি, হাতে একদম টাকা থাকছে না। কিন্তু কখনও কি ভেবে দেখেছি, কেন টাকা থাকছে না! অতিরিক্ত খরচ, অকারণ ব্যয় আমাদের টাকা না থাকার অন্যতম কারণ। তবে জ্যোতিষসাস্ত্র বলছে, এটিএম পিনে কিছু অশুভ সংখ্যা রাখলেও বাড়তি ব্যয় হতে পারে।
advertisement
4/7
তা হলে জেনে নেওয়া যাক, এটিএম পিনে কোন সংখ্যা শুভ, কোনটা অশুভ। দেখা নেওয়া যাক, এই ব্য়াপারে জ্যোতিষশাস্ত্র কী বলছে!
তা হলে জেনে নেওয়া যাক, এটিএম পিনে কোন সংখ্যা শুভ, কোনটা অশুভ। দেখা নেওয়া যাক, এই ব্য়াপারে জ্যোতিষশাস্ত্র কী বলছে!
advertisement
5/7
 ১, ৩, ৫ এবং ৬। এই চারটি সংখ্যা এটিএম পিনে রাখতে পারেন। এই সংখ্যাগুলি সংখ্যাতত্ত্বের বিচারে শুভ বলে বিবেচিত হয়। টাকা জমানোর ক্ষেত্রে এই শুভ সংখ্যা আপনাকে সহায়তা করতে পারে, বলছে সংখ্যাতত্ত্ব।
১, ৩, ৫ এবং ৬। এই চারটি সংখ্যা এটিএম পিনে রাখতে পারেন। এই সংখ্যাগুলি সংখ্যাতত্ত্বের বিচারে শুভ বলে বিবেচিত হয়। টাকা জমানোর ক্ষেত্রে এই শুভ সংখ্যা আপনাকে সহায়তা করতে পারে, বলছে সংখ্যাতত্ত্ব।
advertisement
6/7
এবার তা হলে প্রশ্ন, এটিএম পিনে কোন সংখ্যা একেবারেই রাখতে নেই! চেষ্টা করবেন কোনওভাবেই যেন এটিএম পিনে ০ সংখ্যাটা না থাকে।
এবার তা হলে প্রশ্ন, এটিএম পিনে কোন সংখ্যা একেবারেই রাখতে নেই! চেষ্টা করবেন কোনওভাবেই যেন এটিএম পিনে ০ সংখ্যাটা না থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে, এটিএম পিনে ০ সংখ্যাটা রাখলে হাতে টাকা থাকবে না, সঞ্চয় করতে পারবেন না। 
advertisement
7/7
আরও একটি ব্যাপার জেনে রাখা ভাল। কখনওই এটিএম পিনে পর পর চারটি সংখ্যা রাখবেন না। যেমন- ৩৩৩৩, ৪৪৪৪ এমন সংখ্যা এটিএম পিনে কখনওই রাখা উচিত নয়।
আরও একটি ব্যাপার জেনে রাখা ভাল। কখনওই এটিএম পিনে পর পর চারটি সংখ্যা রাখবেন না। যেমন- ৩৩৩৩, ৪৪৪৪ এমন সংখ্যা এটিএম পিনে কখনওই রাখা উচিত নয়।
advertisement
advertisement
advertisement