♦ সুখ-সমৃদ্ধি ভরে থাকুক সংসারে ৷ সবাই তো এটাই চায় ৷ কিন্তু এই সুখ সমৃদ্ধিকে ঘরে রাখার জন্য পালন করতে হয় বিশেষ নিয়ম ৷ আর এ ব্যাপারে অক্ষয় তৃতীয়ার মতো শুভ সময় খুব কমই আসে ৷
advertisement
2/6
♦ আগামী মঙ্গলবার অক্ষয় তৃতীয়া ৷ এইদিন অত্যন্ত শুভক্ষণ ৷ বলা হয় অক্ষয় তৃতীয়াতে কয়েকটি বিশেষ কাজ করলে মা লক্ষ্মী বাড়িতে বাঁধা পড়েন ৷ জেনে নিন সে সম্পর্কে-
advertisement
3/6
♦ এ দিন কেশর এবং কাঁচা হলুদ দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে সংসারে আর্থিক অনটন থাকে না ৷
advertisement
4/6
♦ অক্ষয় তৃতীয়ার দিন ১১টি কড়ি একটি লাল শালু কাপড়ে জড়িয়ে ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করুন ৷ দেবী লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন ৷
advertisement
5/6
♦ এ দিন মা লক্ষ্মীর পুজোর স্থানে এক মালা নারকেল স্থাপিত করে পুজো করুন ৷ এতে লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয় ৷
advertisement
6/6
♦ অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীর কৃপা দৃষ্টি প্রাপ্ত হতে কলসী, পাখা, ছাতা, ছাতু, তরমুজ, ফল, চিনি, ঘি দান করুন ৷