♦ সোমবার। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব অনেক। কারণ এই দিনটি নাকি দেবাদিদেব শিব ঠাকুরের দিন। তাই তো প্রতি সোমবার দেবের অরাধনা করলে নাকি সর্বশক্তিমান এতটাই প্রসন্ন হন যে ভক্তের মনের সব ইচ্ছা পূরণই হতে সময় লাগে না। আর যদি উপোস করে দেবের আরাধনা করেন তাহলে তো কথাই নেই! সেক্ষেত্রে আরও অনেক উপকার পাওয়া যায়, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
advertisement
♦ সেই সঙ্গে টানা ১৬ সোমবার উপোস করে শিব ঠাকুরের আরাধনা করলে কী কী উপকার মিলতে পারে, সে বিষয়ের উপরও আলোকপাত করা হবে। তাই যদি জিজ্ঞাস করেন এই লেখাটা পড়বেন কেন? তাহলে উত্তরে বলবে বন্ধু বাকি জীবনটা যদি সুখ-শান্তিতে এবং আনন্দে কাটাতে হয়, আর চান অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে, তা হলে এই লেখাটি পড়তে ভুলবেন না যেন!
advertisement
advertisement
♦ যে কোনও বাঁধা সরে যায়: এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে দেবের অরাধনা করলে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠা যে কোনও সমস্যা মিটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, যে কোনও ধরনের বাঁধাও সরে যায় চোখের পলকে। তাই তো বলি বন্ধু, সমস্যাময় জীবন থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে টানা ১৬ টি সোমবার উপোস করে দেবের অরাধনা করতে ভুলবেন না যেন!
advertisement
♦ পরিবারে সুখ-শান্তি বজায় থাকে: পারিবারিক অশান্তির কারণে কি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে? তাহলে বন্ধু পর পর ১৬ টা সোমবার উপোস করে শিব লিঙ্গে জল এবং দুধ ঢালতে ভুলবেন না যেন! আসলে এমনটা করলে গৃহস্থের প্রতিটি কোণায় পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, যার প্রভাবে যে কোনও ধরনের অশান্তি দূরে পালাতে দেখবেন সময় লাগবে না। ফলে সুখের ঝাঁপি ভরে উঠবে চোখের পলকে।
advertisement
advertisement
♦ মনের জোর বাড়ে: নিয়মিত যদি দেবাদিদেবের অরাধনা করতে পারেন, তাহলে মনের জোর বৃদ্ধি পেতে দেখবেন সময় লাগবে না। আর ভয় যখন দূরে পালাবে, তখন জীবন পথে চলতে চলতে সামনে আসে যে কোনও বাঁধা পেরতেই যে সময় লাগবে না, তা তো বলাই বাহুল্য! সেই সঙ্গে আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কারণে দেখবেন কর্মক্ষেত্রে চরম সফলতা লাভ করবেন একেবারে চোখের পলকে...!