Knowledge Facts: পিঁপড়েরা ঘুমোয় না? সত্যি, এমনটাও হয় নাকি... পুরো ঘটনা জানলে চূড়ান্ত চমকে যাবেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পিঁপড়েরা ভূকম্পন অনুভব করতে পারে। এর মাধ্যমে তারা বিপদ বুঝতে পারে৷ এছাড়াও, পিঁপড়েদের শরীরে একটি নির্দিষ্ট ধরনের রাসায়নিক পদার্থ থাকে। একে বলে ফেরোমোন৷ সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এই ‘ফেরোমনের’ সাহায্য নেয় পিঁপড়েরা৷ এর সাহায্যেই কথা বলে৷
এখনও পর্যন্ত পৃথিবীতে প্রায় ১৩ হাজার ৩৭৯ প্রজাতি আবিষ্কার হয়েছে। আমরা আমাদের চারপাশের বহু জায়গায় পিঁপড়ের সারি দেখতে পাই৷ কোনওটা বাড়িতে, কোনওটা বা মাঠেঘাটে৷ মৌমাছিদের মতো পিঁপড়েরাও সমাজবদ্ধ জীব৷ পিঁপড়ের সমাজেও রয়েছে শ্রেণিবিভাগ৷ রয়েছে রানি পিঁপড়ে, কর্মী পিঁপড়া এবং সৈনিক পিঁপড়ে৷ মেক্সিকোয় ৩৭০০ মাইল ভূগর্ভে পিঁপড়ের কলোনি আবিষ্কৃত হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement