Diwali 2023: কোথাও আকাশে ওড়ে ফানুস, কোথাও কলাপাতা হয় প্রদীপ! দীপাবলির মতোই এই দেশগুলিতেও পালিত হয় ‘আলোর উৎসব’

Last Updated:
আরও বিভিন্ন দেশে পালিত হয় দীপাবলির মতো উৎসব৷ তবে নামটা আলাদা৷
1/9
দীপবলি একটি অতি জনপ্রিয় উৎসব৷ দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভরে ওঠে আলোয়৷ কিন্তু জানেন কি আরও বিভিন্ন দেশে পালিত হয় দীপাবলির মতো উৎসব৷ তবে নামটা আলাদা৷
দীপবলি একটি অতি জনপ্রিয় উৎসব৷ দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভরে ওঠে আলোয়৷ কিন্তু জানেন কি আরও বিভিন্ন দেশে পালিত হয় দীপাবলির মতো উৎসব৷ তবে নামটা আলাদা৷
advertisement
2/9
দীপাবলি মানেই চারদিক আলোয় আলোময়৷ চিরাচরিত প্রদীপ হোক বা আধুনিক ইলেকট্রিকের আলো, দীপাবলিতে সেজে ওঠে গোটা দেশ৷
দীপাবলি মানেই চারদিক আলোয় আলোময়৷ চিরাচরিত প্রদীপ হোক বা আধুনিক ইলেকট্রিকের আলো, দীপাবলিতে সেজে ওঠে গোটা দেশ৷
advertisement
3/9
ভারতের মতো আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও বাড়িতে মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হয়। এই ঐতিহ্যের পেছনের গল্প জানা নেই, তবে এখানেও প্রথমে প্রদীপ জ্বালিয়ে বাতি জ্বালানো হয়। এরপর সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন৷
ভারতের মতো আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও বাড়িতে মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হয়। এই ঐতিহ্যের পেছনের গল্প জানা নেই, তবে এখানেও প্রথমে প্রদীপ জ্বালিয়ে বাতি জ্বালানো হয়। এরপর সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন৷
advertisement
4/9
দক্ষিণ এশিয়ার চীন এবং তাইওয়ানেও দীপাবলির মতো আলোর উত্সব উদযাপিত হয়৷ যাকে ‘ল্যান্টার্ন’ বা লন্ঠন উত্সব বলা হয়।
দক্ষিণ এশিয়ার চীন এবং তাইওয়ানেও দীপাবলির মতো আলোর উত্সব উদযাপিত হয়৷ যাকে ‘ল্যান্টার্ন’ বা লন্ঠন উত্সব বলা হয়।
advertisement
5/9
মালয়েশিয়াতেও দিওয়ালি হরি দিওয়ালি নামে পরিচিত। এখানকার অধিবাসীরা স্নান করে তারপর দেব-দেবীর পূজা করেন। ভারতের মতো, এ দেশেও দীপাবলি মেলার আয়োজন করা হয়, যেখানে লোকেরা উত্সাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
মালয়েশিয়াতেও দিওয়ালি হরি দিওয়ালি নামে পরিচিত। এখানকার অধিবাসীরা স্নান করে তারপর দেব-দেবীর পূজা করেন। ভারতের মতো, এ দেশেও দীপাবলি মেলার আয়োজন করা হয়, যেখানে লোকেরা উত্সাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
advertisement
6/9
থাইল্যান্ডে দীপাবলির মতো উৎসবকে বলা হয় ক্রিয়ং। এদিন কলাপাতা দিয়ে সুন্দর প্রদীপ তৈরি করে তাতে ধূপ রেখে জ্বালানো হয়৷ কিছু টাকা-সহ এসব বাতি নদীতে ফেলে দেওয়া হয়। নদীতে প্রদীপ জ্বালানোর এই উত্সব একটি খুব সুন্দর দৃশ্য তৈরি করে।
থাইল্যান্ডে দীপাবলির মতো উৎসবকে বলা হয় ক্রিয়ং। এদিন কলাপাতা দিয়ে সুন্দর প্রদীপ তৈরি করে তাতে ধূপ রেখে জ্বালানো হয়৷ কিছু টাকা-সহ এসব বাতি নদীতে ফেলে দেওয়া হয়। নদীতে প্রদীপ জ্বালানোর এই উত্সব একটি খুব সুন্দর দৃশ্য তৈরি করে।
advertisement
7/9
প্রতি বছর ৫ নভেম্বর কানাডায় দীপাবলি উদযাপন করা হয়। এই দিনে, ভারতের মতো সেখানেও প্রদীপ জ্বালানো হয় এবং আতশবাজি ফাটানো হয়। এই উৎসব বিশেষ করে নিউফাউন্ড ল্যান্ডে পালিত হয়।
প্রতি বছর ৫ নভেম্বর কানাডায় দীপাবলি উদযাপন করা হয়। এই দিনে, ভারতের মতো সেখানেও প্রদীপ জ্বালানো হয় এবং আতশবাজি ফাটানো হয়। এই উৎসব বিশেষ করে নিউফাউন্ড ল্যান্ডে পালিত হয়।
advertisement
8/9
প্রতি বছর ৮ ডিসেম্বর ফ্রান্সেও আলোর উত্সব পালিত হয়। যীশু খ্রিস্টের মা মেরিকে ধন্যবাদ জানাতে এই উৎসব উদযাপন করা হয়। ফ্রান্সের অধিবাসীরা ৪ দিন ধরে বাড়ির সামনে মোমবাতি জ্বালায়
প্রতি বছর ৮ ডিসেম্বর ফ্রান্সেও আলোর উত্সব পালিত হয়। যীশু খ্রিস্টের মা মেরিকে ধন্যবাদ জানাতে এই উৎসব উদযাপন করা হয়। ফ্রান্সের অধিবাসীরা ৪ দিন ধরে বাড়ির সামনে মোমবাতি জ্বালায়
advertisement
9/9
ইহুদিদের মধ্যে পালিত হনুক্কাও দিওয়ালির মতোই আলোর উৎসব। এতে ৮ দিন ধরে মোমবাতি জ্বালানো হয়। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এই উৎসব। উৎসবটি ৮ টি মোমবাতি দিয়ে শুরু হয় এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে মোমবাতির সংখ্যাও বাড়তে থাকে।
ইহুদিদের মধ্যে পালিত হনুক্কাও দিওয়ালির মতোই আলোর উৎসব। এতে ৮ দিন ধরে মোমবাতি জ্বালানো হয়। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এই উৎসব। উৎসবটি ৮ টি মোমবাতি দিয়ে শুরু হয় এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে মোমবাতির সংখ্যাও বাড়তে থাকে।
advertisement
advertisement
advertisement