ধনতেরাসে ভুলেও এসব কিনবেন না ! সংসারে নেমে আসবে দুঃখ দুর্দশা

Last Updated:
কোন জিনিসগুলি ধনতেরসে কিনলে তা অশুভ ফল দেয়। দেখে নিন তার তালিকা
1/10
দীপাবলির আলোর উজ্জ্বলতা ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। আর আলোর উৎসব দীপাবলির আগের দিন দেশের বিভিন্ন অংশে পালিত হয় ধনতেরাস। এই দিন সোনা, রূপার জিনিস কিনে এই উৎসবের উজ্জ্বলতা বাড়িয়ে তোলা হয়। এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। (Photo collected)
দীপাবলির আলোর উজ্জ্বলতা ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। আর আলোর উৎসব দীপাবলির আগের দিন দেশের বিভিন্ন অংশে পালিত হয় ধনতেরাস। এই দিন সোনা, রূপার জিনিস কিনে এই উৎসবের উজ্জ্বলতা বাড়িয়ে তোলা হয়। এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। (Photo collected)
advertisement
2/10
তবে এমন দিনে বেশ কয়েকটি জিনিস না কেনবার পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষশাস্ত্রবিদরা। কোন জিনিসগুলি ধনতেরসে কিনলে তা অশুভ ফল দেয়। দেখে নিন তার তালিকা। (Photo collected)
তবে এমন দিনে বেশ কয়েকটি জিনিস না কেনবার পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষশাস্ত্রবিদরা। কোন জিনিসগুলি ধনতেরসে কিনলে তা অশুভ ফল দেয়। দেখে নিন তার তালিকা। (Photo collected)
advertisement
3/10
এমন দিনে কখনওই কিনবেন না লোহার কোনও বাসন। একে অশুভ মনে করা হয়। (Photo collected)
এমন দিনে কখনওই কিনবেন না লোহার কোনও বাসন। একে অশুভ মনে করা হয়। (Photo collected)
advertisement
4/10
ধনতেরাসের সময় অনেকেই বাসন পত্র কিনে থাকেন। এমন দিনে কখনওই কিনবেন না অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনও বাসন। কারন এতে লোহা থাকে। একে অশুভ মনে করা হয়। কেনার হলে ধনতেরাসের দিন না কিনে তার আগে কিনে ফেলুন। (Photo collected)
ধনতেরাসের সময় অনেকেই বাসন পত্র কিনে থাকেন। এমন দিনে কখনওই কিনবেন না অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনও বাসন। কারন এতে লোহা থাকে। একে অশুভ মনে করা হয়। কেনার হলে ধনতেরাসের দিন না কিনে তার আগে কিনে ফেলুন। (Photo collected)
advertisement
5/10
অনেকেই দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য এই সময়ে নতুন আয়না কেনেন। শাস্ত্রজ্ঞরা বলছেন , এই সময়ে নতুন আয়না কিনলে , তা থেকে বিপদ আসতে পারে। কিনলেও তা ধনতেরাসের আগে কিনে নিন। (Photo collected)
অনেকেই দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য এই সময়ে নতুন আয়না কেনেন। শাস্ত্রজ্ঞরা বলছেন , এই সময়ে নতুন আয়না কিনলে , তা থেকে বিপদ আসতে পারে। কিনলেও তা ধনতেরাসের আগে কিনে নিন। (Photo collected)
advertisement
6/10
ধনতেরাসের দিন কোনও মতেই কালো রঙের কোনও জিনি কেনা থেকে নিজেকে বিরত রাখতে বলছেন বিভিন্ন জ্যোতিষবিদরা। এতে জীবনে সঠিক প্রভাব পড়ে না বলে দাবি তাঁদের। (Photo collected)
ধনতেরাসের দিন কোনও মতেই কালো রঙের কোনও জিনি কেনা থেকে নিজেকে বিরত রাখতে বলছেন বিভিন্ন জ্যোতিষবিদরা। এতে জীবনে সঠিক প্রভাব পড়ে না বলে দাবি তাঁদের। (Photo collected)
advertisement
7/10
এমন দিনে তেল না কেনবার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এমন দিনে তেল কিনলে তা শুভফল দেয় না বলে দাবি তাঁদের। (Photo collected)
এমন দিনে তেল না কেনবার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এমন দিনে তেল কিনলে তা শুভফল দেয় না বলে দাবি তাঁদের। (Photo collected)
advertisement
8/10
ছুরি , কাঁচির মতো জিনিস না কেনবার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এতে সমস্যা বাড়তে পারে বলে মনে করা হয়। (Photo collected)
ছুরি , কাঁচির মতো জিনিস না কেনবার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এতে সমস্যা বাড়তে পারে বলে মনে করা হয়। (Photo collected)
advertisement
9/10
দীপাবলির সময় আমরা সাধারণত আমরা সবার জন্য কিছু না কিছু কিনে থাকি। কিন্তু ধানতেরাসের দিন কখনও কারুর জন্য উপহার কিনবেন না। উপহার কেনা কাটা আগে সেরে ফেলুন। (Photo collected)
দীপাবলির সময় আমরা সাধারণত আমরা সবার জন্য কিছু না কিছু কিনে থাকি। কিন্তু ধানতেরাসের দিন কখনও কারুর জন্য উপহার কিনবেন না। উপহার কেনা কাটা আগে সেরে ফেলুন। (Photo collected)
advertisement
10/10
এই দিন শুভ বলে অনেকেই গাড়ি কিনে থাকেন। কিন্তু একে অশুভ মনে করা হয়। গাড়ি কেনার হলে আগের দিনই কিনে ফেলুন। (Photo collected)
এই দিন শুভ বলে অনেকেই গাড়ি কিনে থাকেন। কিন্তু একে অশুভ মনে করা হয়। গাড়ি কেনার হলে আগের দিনই কিনে ফেলুন। (Photo collected)
advertisement
advertisement
advertisement