Death Clock App:আর জ্যোতিষী নয়, এবার এই অ্যাপ-ই বলে দেবে আপনার মৃত্যু কবে? সম্পূর্ণ বিনামূল্যে জেনে নিন মৃত্যুদিন

Last Updated:
এবার অ্যাপ বলে দেবে আপনার মৃত্যুর দিন কবে
1/5
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হচ্ছে। একটা সময় পর্যন্ত মানুষ কোনও পরিষেবার জন্য মানুষের উপর নির্ভর করত। তারপর এল মেশিন। এবার এসেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা AI। সম্প্রতি ভাইরাল হয়েছে AI- এর 'মৃত্যু ঘড়ি' বা 'ডেথ ক্লক'! দাবি করা হচ্ছে, মানুষের মৃত্যুদিন আগাম বলে দিতে পারবে এই অ্যাপ।
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হচ্ছে। একটা সময় পর্যন্ত মানুষ কোনও পরিষেবার জন্য মানুষের উপর নির্ভর করত। তারপর এল মেশিন। এবার এসেছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা AI। সম্প্রতি ভাইরাল হয়েছে AI- এর 'মৃত্যু ঘড়ি' বা 'ডেথ ক্লক'! দাবি করা হচ্ছে, মানুষের মৃত্যুদিন আগাম বলে দিতে পারবে এই অ্যাপ।
advertisement
2/5
কথায় বলে 'জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে'। মানুষের মৃত্যু কবে? তা জ্যোতিষীও হলফ করে বলতে পারেন না। কেউ আগাম জানতে পারে না, কখন এবং কোথায় ওঁৎ পেতে আছে মৃত্যুদূত। কিন্তু উন্নত প্রযুক্তি এবার এই প্রতিবন্ধকতাকেও কাটিয়ে দিল। এবার অ্যাপ বলে দেবে আপনার মৃত্যুর দিন কবে।
কথায় বলে 'জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে'। মানুষের মৃত্যু কবে? তা জ্যোতিষীও হলফ করে বলতে পারেন না। কেউ আগাম জানতে পারে না, কখন এবং কোথায় ওঁৎ পেতে আছে মৃত্যুদূত। কিন্তু উন্নত প্রযুক্তি এবার এই প্রতিবন্ধকতাকেও কাটিয়ে দিল। এবার অ্যাপ বলে দেবে আপনার মৃত্যুর দিন কবে।
advertisement
3/5
চলতি বছরই লঞ্চ হয়েছে 'ডেথ ক্লক' নামের এই অ্যাপ। একজন ব্যক্তির মৃত্যুর দিন বলে দিতে অ্যাপের প্রয়োজন পড়বে কিছু ব্যক্তিগত তথ্য, যেমন ব্যক্তির বয়স, উচ্চতা, ওজন, দৈনিক কত ক্যালোরি শরীরে ঢুকছে, দৈনিক এক্সারসাইজের পরিমাণ, তিনি সিগারেত খান কী না। অ্যাপটির নির্মাতা ব্রেন্ট ফ্র্যান্সন।
চলতি বছরই লঞ্চ হয়েছে 'ডেথ ক্লক' নামের এই অ্যাপ। একজন ব্যক্তির মৃত্যুর দিন বলে দিতে অ্যাপের প্রয়োজন পড়বে কিছু ব্যক্তিগত তথ্য, যেমন ব্যক্তির বয়স, উচ্চতা, ওজন, দৈনিক কত ক্যালোরি শরীরে ঢুকছে, দৈনিক এক্সারসাইজের পরিমাণ, তিনি সিগারেত খান কী না। অ্যাপটির নির্মাতা ব্রেন্ট ফ্র্যান্সন।
advertisement
4/5
অ্যাপটি বিনামূল্যে অ্যাপস্টোর থেকে ডাউনলোড ও ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। জুলাইয়ে লঞ্চ হওয়ার পর থেকে ডিসেম্বর মাস পযর্ন্ত অ্যাপ ডাউনলোডের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে।
অ্যাপটি বিনামূল্যে অ্যাপস্টোর থেকে ডাউনলোড ও ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। জুলাইয়ে লঞ্চ হওয়ার পর থেকে ডিসেম্বর মাস পযর্ন্ত অ্যাপ ডাউনলোডের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে।
advertisement
5/5
বলা বাহুল্য, লঞ্চ হওয়ার পর থেকেই অ্যাপটি তুমুল জনপ্রিয় হয়েছে। যদিও নেটিজেনদের একাংশের মতে, পুরো বিষেয়টি অত্যন্ত অস্বস্তিকর। কিন্তু নির্মাতাদের পালটা যুক্তি, এই অ্যাপ মানুষকে প্রভাবিত করবে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে।
বলা বাহুল্য, লঞ্চ হওয়ার পর থেকেই অ্যাপটি তুমুল জনপ্রিয় হয়েছে। যদিও নেটিজেনদের একাংশের মতে, পুরো বিষেয়টি অত্যন্ত অস্বস্তিকর। কিন্তু নির্মাতাদের পালটা যুক্তি, এই অ্যাপ মানুষকে প্রভাবিত করবে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে।
advertisement
advertisement
advertisement