Deadly African Snails: এত বড়? বর্ষায় শামুক থেকে সাবধান! পৃথিবীর ভয়াবহতম এই স্থল শামুক নিতে পারে প্রাণও
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Biggest Snails in Monsoon: এই শামুকগুলি মানুষের জন্য খুবই বিপজ্জনক। প্রাণহানির আশঙ্কা অব্দি রয়ে যায় এতে, মেনিনজাইটিসও হতে পারে।
ভারতে বর্ষা সমাগত। বৃষ্টির কারণে পোকামাকড় সহ নানান ধরনের প্রাণীর দেখা মেলে এই সময়তে। বর্ষার কিছু বিশেষ পোকা রয়েছে, পাশাপাশি, শামুক কেন্নোর মতো নানা প্রাণীরও দেখা মেলে এই সময়। শামুক আপাত দৃষ্টিতে ভীষণই গোবেচারা, শ্লথ প্রাণী। তবে মাঝে মাঝে তা ভয়াবহও হতে পারে। সম্প্রতি লন্ডনে এই রকম বৃষ্টিভেজা দিনেই রাস্তায় ঘুরে বেড়ানো শামুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এ তো যে সে শামুক না। এতদিন যে শামুক দেখেছেন, এই শামুক দেখলে আঁতকে উঠবেন! লন্ডনের এই শামুক খুবই বিপজ্জনক।
advertisement
advertisement
লন্ডনের এক ব্যস্ত সড়কে এমন দু’টি মারাত্মক শামুককে দেখা গেছে যারা আকারে বিশাল। প্রত্যক্ষদর্শীদের মতে, শামুকদের দৈর্ঘ্য ছিল প্রায় আট ইঞ্চি। দু’টি শামুককেই বাসস্ট্যান্ডের কাছে একটি ময়লার পাত্রে সবজির ব্যাগের মধ্যে দেখা যায়। এদের আফ্রিকান স্থলশামুক বলা হয়। এভাবে রাস্তায় ঘুরে বেড়ানো তাদের জন্যও খুবই বিপজ্জনক।
advertisement
ওই যুবকের কথায়, শামুকগুলির দৈর্ঘ্য প্রায় তাঁর হাতের মতোই বড়ো। প্রথম দর্শনে ওই যুবক ভেবেছিলেন কিছু একটা ভুল দেখছেন। কিন্তু তিনি একা নন, অনেক মানুষকেই এই অদ্ভুতদর্শন শামুক দেখে সেদিকে তাকিয়ে থাকতে দেখলে তিনি বোঝেন বিষয়টা মিথ্যা নয়। এই শামুকের ভিতরে ম্যালুস্কাস নামে একটি পরজীবী বাস করে, যা বিশ্বের সবচেয়ে ক্ষতিকারক প্রজাতির মধ্যেই পড়ে।
advertisement
পরজীবী নিয়ে ঘুরে বেড়ানো এই শামুকগুলি মানুষের জন্য খুবই বিপজ্জনক। প্রাণহানির আশঙ্কা অব্দি রয়ে যায় এতে, মেনিনজাইটিসও হতে পারে। খবর পেয়ে, এই দু’টি শামুককে একটি তোয়ালেতে জড়িয়ে বন্যপ্রাণী স্বেচ্ছাসেবক বেথ ক্রিভেলি সরিয়ে নিয়ে যান। বেথ জানান, রাস্তায় এই শামুকদের বাঁচা সমস্যার। তারা গরমে মারা যেতে পারে। যতক্ষণ না কেউ এই শামুকদের দত্তক নিচ্ছে, ততদিন বেথের কাছেই থাকবে তারা।