Cyclone Update: App cab Fare | মেট্রো বন্ধ, বাস কম... আকাশছোঁয়া ভাড়া ক্যাবে... ঘূর্ণিঝড়ের পরের দিন তুমুল দুর্ভোগ

Last Updated:
Cyclone Update: App cab Fare | ধৰ্মতলা বাস স্ট্যান্ডে চেনা ভিড় উধাও। নিত্যযাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে আছে, বৃষ্টি জন্য বাস নেই।
1/15
ধৰ্মতলা বাস স্ট্যান্ডে চেনা ভিড় উধাও। নিত্যযাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে আছে, বৃষ্টি জন্য বাস নেই।
ধৰ্মতলা বাস স্ট্যান্ডে চেনা ভিড় উধাও। নিত্যযাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে আছে, বৃষ্টি জন্য বাস নেই।
advertisement
2/15
ধর্মতলা থেকে হেঁটে লান্সডাউন যাচ্ছেন বহু মানুষ, তাও জল পেরিয়ে। বাসের জন্য একঘণ্টা অপেক্ষা করেছেন।
ধর্মতলা থেকে হেঁটে লান্সডাউন যাচ্ছেন বহু মানুষ, তাও জল পেরিয়ে। বাসের জন্য একঘণ্টা অপেক্ষা করেছেন।
advertisement
3/15
এজেসি বোস রোড মিন্টো পার্ক জলমগ্ন। পাশের ভগৎ সিং উদ্যানের জলাশয়ের জল উপচে পড়ছে। রাস্তার জমা জল ও জলাশয়ের জল এক হয়ে গেছে । বাস মেট্রো কম থাকায় চূড়ান্ত ভাড়া বেড়েছে ক্যাব ও ট্যাক্সির।
এজেসি বোস রোড মিন্টো পার্ক জলমগ্ন। পাশের ভগৎ সিং উদ্যানের জলাশয়ের জল উপচে পড়ছে। রাস্তার জমা জল ও জলাশয়ের জল এক হয়ে গেছে । বাস মেট্রো কম থাকায় চূড়ান্ত ভাড়া বেড়েছে ক্যাব ও ট্যাক্সির।
advertisement
4/15
বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ সার্ভিস রবিবার বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সোমবারেও তা বন্ধই রইল। সেই মর্মে টিকিট কাউন্টারের নোটিশ দেওয়া হয়েছে।
বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ সার্ভিস রবিবার বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সোমবারেও তা বন্ধই রইল। সেই মর্মে টিকিট কাউন্টারের নোটিশ দেওয়া হয়েছে।
advertisement
5/15
ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও। শনিবার থেকেই জেলাজুড়ে বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। শনিবার থেকে আগামী তিন দিন ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে জেলার সমস্ত ফেরিঘাটগুলি। এমনই নোটিশ ঝোলানো হয়েছে জেলার সমস্ত ফেরিঘাট গুলিতে। সকাল থেকেই ফেরি পারাপার করতে আসা যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে, তবে সতর্কতার কারণে ঘুরপথ অবলম্বন করছেন যাত্রীরা।
ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও। শনিবার থেকেই জেলাজুড়ে বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। শনিবার থেকে আগামী তিন দিন ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে জেলার সমস্ত ফেরিঘাটগুলি। এমনই নোটিশ ঝোলানো হয়েছে জেলার সমস্ত ফেরিঘাট গুলিতে। সকাল থেকেই ফেরি পারাপার করতে আসা যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে, তবে সতর্কতার কারণে ঘুরপথ অবলম্বন করছেন যাত্রীরা।
advertisement
6/15
যাত্রী দুর্ভোগের শেষ নেি। সাত সকালেই বন্ধ কলকাতা মেট্রোর একাংশ। পার্রস্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ট্রাকে জল জমার কারণে বন্ধ রয়েছে পরিষেবা।
যাত্রী দুর্ভোগের শেষ নেি। সাত সকালেই বন্ধ কলকাতা মেট্রোর একাংশ। পার্রস্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ট্রাকে জল জমার কারণে বন্ধ রয়েছে পরিষেবা।
advertisement
7/15
দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে।
দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে।
advertisement
8/15
রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
advertisement
9/15
শুধু সোমবার নয়।রবিবারেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর যাত্রী সুরক্ষার খাতিরে মেট্রো পরিষেবার একাংশ বন্ধ রাখা হয়েছিল।
শুধু সোমবার নয়।রবিবারেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর যাত্রী সুরক্ষার খাতিরে মেট্রো পরিষেবার একাংশ বন্ধ রাখা হয়েছিল।
advertisement
10/15
রিমল আছড়ে পড়েছে দুই বাংলার উপকূলে। রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে আছড়ে পড়ার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রিমল আছড়ে পড়েছে দুই বাংলার উপকূলে। রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে আছড়ে পড়ার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
11/15
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বুধবার পর্যন্ত মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বুধবার পর্যন্ত মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
advertisement
12/15
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস হইতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস হইতে পারে।
advertisement
13/15
আজ, সোমবার রাতেই আরও শক্তি হারিয়ে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হবে রিমলের। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
আজ, সোমবার রাতেই আরও শক্তি হারিয়ে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হবে রিমলের। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
advertisement
14/15
সোমবার বিকেল থেকে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। আগামিকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।
সোমবার বিকেল থেকে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। আগামিকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।
advertisement
15/15
রবিবার দুপুর ১ টা থেকে সোমবার ভোর ৪ টে পর্যন্ত কলকাতার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ বালিগঞ্জে ১৯৫ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৫২.৩৬ মিমি এবং সিপিটি ক্যানেলে বৃষ্টি হয়েছে ১৪১ মিমি৷
রবিবার দুপুর ১ টা থেকে সোমবার ভোর ৪ টে পর্যন্ত কলকাতার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ বালিগঞ্জে ১৯৫ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৫২.৩৬ মিমি এবং সিপিটি ক্যানেলে বৃষ্টি হয়েছে ১৪১ মিমি৷
advertisement
advertisement
advertisement