Costliest Wedding in India: ৫০ হাজার অতিথি-১৭ কোটির শাড়ি, ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে! জানেন কার বিয়ে? খরচ কত?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Costliest Wedding in India: মেয়ের বিয়েতে রীতিমতো রাজকীয় আয়োজন করেছিলেন প্রাক্তন ওই মন্ত্রী। এমনকী, কনের গহনা এবং পোশাকের দাম শুনলেও সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিজয়নগর শৈলীর মন্দিরের আদলে তৈরি হয়েছিল সেই মণ্ডপ। খাবার জায়গাটিতেও ছিল মক। বেল্লারি গ্রামের আদলে তৈরি করা হয়েছিল খাবার জায়গার আসর। আমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছিল বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে। প্রায় ১৫০০ রুম বুক করা হয়েছিল। এমনকী অতিথিদের আনা-নেওয়া করার জন্য প্রায় ২০০০টি ক্যাব এবং ১৫টি হেলিকপ্টারও ভাড়া করেছিলেন রেড্ডি।
advertisement
advertisement
সেই সঙ্গে গায়ে ছিল প্রায় ৯০ কোটি টাকার অলঙ্কার। সবথেকে আশ্চর্যের বিষয়, সব মিলিয়ে এই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা (Wedding cost Rs 500 crore)। তবে রেড্ডি-কন্যার বিয়ের এই বিপুল খরচ নিয়ে অবশ্য ব্যাপক বিতর্ক হয়েছিল। বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তিনি সেই সময় কর্নাটকের বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন।