Indian Money Rich: ১ টাকা দেবেন, পাবেন ৫০০! কোন কোন দেশে ভারতের টাকার দাম এত্ত বেশি? শুনলেই যেতে চাইবেন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Cheapest Currencies in the world:বিশ্বের এমন কয়েকটি দেশ রয়েছে যা সর্বনিম্ন মুদ্রার তালিকাও রয়েছে যেখানে ভারতীয় মুদ্রা অনেক বেশি দামি!
বিভিন্ন দেশের মুদ্রার মান বিভিন্ন৷ ভারতীয় মুদ্রার বিনিময়ে কোন দেশের কোন মুদ্রার কত মান, তা দিয়ে হয় বিচার৷ যেমন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, সুইস ফ্রাঙ্ক এবং মার্কিন ডলারের মতো বিখ্যাত জাতীয় মুদ্রার কথা বিবেচনা করলে দেখা যাবে যে বিশ্বে এইগুলির দাম অনেকটা বেশি৷ ফলে ভারতের মুদ্রা এইসব দেশের মুদ্রার থেকে কম দামি৷ তবে বিশ্বের এমন কয়েকটি দেশ রয়েছে যা সর্বনিম্ন মুদ্রার তালিকাও রয়েছে যেখানে ভারতীয় মুদ্রা অনেক বেশি দামি!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইরানি রিয়াল (IRR)বর্তমানে, ১ ভারতীয় টাকা প্রায় ৫০১.৭৯ এর সমান! কোন দেশে বলুন তো? অনেকে হয়ত এটা জানেন না৷ এটা হল ইরানি রিয়ালের অনুপাতে৷ বিশ্বের সবচেয়ে কম মূল্যবান মুদ্রায় পরিণত হয়েছে ইরানি রিয়াল। দেশের রাজনৈতিক অস্থিরতা, ইরান-ইরাক যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচির মতো কারণগুলির জন্য এই অবমূল্যায়নকে দায়ী করা যেতে পারে।
advertisement