Chausa Mango Name: 'চৌসা' আমের নাম 'চৌসা' কেন? জানেন আপনি? আসল ইতিহাস জানলে চমকে যাবেন, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Chausa Mango Name: আম হল ফলের রাজা। ১৫০০টিরও বেশি জাত ও ভিন্ন ভিন্ন প্রকৃতি রয়েছে এই ফলের এবং সবগুলিই একে অপরের থেকে এক্কেবারেই আলাদা।
advertisement
advertisement
advertisement
আমকে কেন ফলের রাজা বলা হয়? আমকে ফলের রাজা বলা হয় কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। দেশে ১৫০০ টিরও বেশি জাতের আম রয়েছে এবং প্রতিটিরই আলাদা আলাদা স্বাদ রয়েছে। ভারতে আম নিয়ে মানুষের মধ্যে ভিন্ন ধরনের উন্মাদনা রয়েছে। এই দেশে প্রতিবছর প্রায় ২৫ মিলিয়ন টন আম উৎপাদিত হয়।
advertisement
advertisement
