Chanakya Niti: দুটো ছোট্ট টিপস আর জীবনে অধরা থাকবে না আকাশ ছোঁওয়া সাফল্য

Last Updated:
সমালোচনায় উত্তেজিত হলেই ভুল পদক্ষেপ নেওয়ার সমূহ সম্ভবনা তৈরি হয়৷ আর যিনি আপনার প্রতিপক্ষ সে এই সুযোগটা নিয়েই তারা আপনার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দেবে৷ ফলে এই ভুল কখনই করবেন না৷  
1/4
#কলকাতা: প্রতিটি মানুষই জীবনে সাফল্য পেতে চায়৷  কিন্তু সেই সাফল্যের পথ মোটেই সহজ নয়৷  উত্থান-পতনে ভরা  মানুষের জীবন চ্যালেঞ্জে পূর্ণ। যদি সফল হতে চান তবে আপনাকে জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে যেতেই হবে। আর জীবনের অনেক কিছুর মতোই এই সাফল্যের সমীকরণ নিয়েও মহাজ্ঞানী চাণক্য নিজের বাণী রেখেছেন৷ -Photo -Representative
#কলকাতা: প্রতিটি মানুষই জীবনে সাফল্য পেতে চায়৷  কিন্তু সেই সাফল্যের পথ মোটেই সহজ নয়৷  উত্থান-পতনে ভরা  মানুষের জীবন চ্যালেঞ্জে পূর্ণ। যদি সফল হতে চান তবে আপনাকে জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে যেতেই হবে। আর জীবনের অনেক কিছুর মতোই এই সাফল্যের সমীকরণ নিয়েও মহাজ্ঞানী চাণক্য নিজের বাণী রেখেছেন৷ -Photo -Representative
advertisement
2/4
চাণক্যের নীতিগুলি একজন ব্যক্তিকে সাফল্যের পথে নিয়ে যেতে সঠিক দিশা নির্দেশ করে। সফল হওয়ার জন্য মূলত দুটি উপাদান লাগে৷  রাস্তা সহজ নয়, তবে তা পাওয়া যায় এমনটাই চাণক্যের নীতির মূল বক্তব্য৷ ভয় পেয়ে লড়াই  সেই বিষয়গুলি উল্লেখ করেছেন যা সফল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে লড়াই ছেড়ে বেরিয়ে যাওয়া কোনও দিশা দেখায়নি৷ Photo -Representative
চাণক্যের নীতিগুলি একজন ব্যক্তিকে সাফল্যের পথে নিয়ে যেতে সঠিক দিশা নির্দেশ করে। সফল হওয়ার জন্য মূলত দুটি উপাদান লাগে৷  রাস্তা সহজ নয়, তবে তা পাওয়া যায় এমনটাই চাণক্যের নীতির মূল বক্তব্য৷ ভয় পেয়ে লড়াই  সেই বিষয়গুলি উল্লেখ করেছেন যা সফল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে লড়াই ছেড়ে বেরিয়ে যাওয়া কোনও দিশা দেখায়নি৷ Photo -Representative
advertisement
3/4
কঠিন কাজ চাণক্য বলেছেন যাঁরা নিরলস পরিশ্রম করতে পারেন , তিনিই  সাফল্যের সুখ পান। পরিশ্রম ছাড়া উন্নতির পথ পার করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি পরিশ্রম করতে ভয় পায় তাঁদের সবসময় সংগ্রাম করতে হয়, কিন্তু  সাফল্য আসে না। চাণক্যের  আপ্তবাক্য অনুযায়ি, এই ধরনের লোকদের উপর মা লক্ষ্মীর কৃপা করেন না এবং তাঁরা সারাজীবন অর্থের কামনাই শুধু করতে পারেন। পরিশ্রম করলেই সঠিক  লক্ষ্যে পৌঁছন সম্ভব হয়৷ Photo -Representative
কঠিন কাজ চাণক্য বলেছেন যাঁরা নিরলস পরিশ্রম করতে পারেন , তিনিই  সাফল্যের সুখ পান। পরিশ্রম ছাড়া উন্নতির পথ পার করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি পরিশ্রম করতে ভয় পায় তাঁদের সবসময় সংগ্রাম করতে হয়, কিন্তু  সাফল্য আসে না। চাণক্যের  আপ্তবাক্য অনুযায়ি, এই ধরনের লোকদের উপর মা লক্ষ্মীর কৃপা করেন না এবং তাঁরা সারাজীবন অর্থের কামনাই শুধু করতে পারেন। পরিশ্রম করলেই সঠিক  লক্ষ্যে পৌঁছন সম্ভব হয়৷ Photo -Representative
advertisement
4/4
সমালোচনা সমালোচনা একজন ব্যক্তিকে উত্যক্ত করে,  বিরক্তও করে৷  কিন্তু সাফল্য সন্ধানীরা এই সমালোচনাকে মাথার ওপর উঠে নাচতে দেয় না৷ চাণক্যর বাণী অনুযায়ি লক্ষ্যে পৌঁছনোর পথে, অবশ্যই একটি সময় আসবে যখন আপনার কাজের সমালোচনা হবেই। যে ব্যক্তিরা এই সমালোচনায় ভীত হয় সে তার গন্তব্যে পৌঁছতে পারে না। সমালোচনা সাফল্যের পথে বাধা হয়ে ওঠা খুবই সহজ, কিন্তু এটাকে যদি ইতিবাচক উপায়ে নেওয়া যায় তাহলে সেটাই শক্তি। সমালোচনায় উত্তেজিত হলেই ভুল পদক্ষেপ নেওয়ার সমূহ সম্ভবনা তৈরি হয়৷ আর যিনি আপনার প্রতিপক্ষ সে এই সুযোগটা নিয়েই তারা আপনার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দেবে৷ ফলে এই ভুল কখনই করবেন না৷  Photo -Representative
সমালোচনা সমালোচনা একজন ব্যক্তিকে উত্যক্ত করে,  বিরক্তও করে৷  কিন্তু সাফল্য সন্ধানীরা এই সমালোচনাকে মাথার ওপর উঠে নাচতে দেয় না৷ চাণক্যর বাণী অনুযায়ি লক্ষ্যে পৌঁছনোর পথে, অবশ্যই একটি সময় আসবে যখন আপনার কাজের সমালোচনা হবেই। যে ব্যক্তিরা এই সমালোচনায় ভীত হয় সে তার গন্তব্যে পৌঁছতে পারে না। সমালোচনা সাফল্যের পথে বাধা হয়ে ওঠা খুবই সহজ, কিন্তু এটাকে যদি ইতিবাচক উপায়ে নেওয়া যায় তাহলে সেটাই শক্তি। সমালোচনায় উত্তেজিত হলেই ভুল পদক্ষেপ নেওয়ার সমূহ সম্ভবনা তৈরি হয়৷ আর যিনি আপনার প্রতিপক্ষ সে এই সুযোগটা নিয়েই তারা আপনার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দেবে৷ ফলে এই ভুল কখনই করবেন না৷  Photo -Representative
advertisement
advertisement
advertisement