আগামিকাল থেকে শুরু বাসন্তী পুজো ৷ শরৎকালে অকালবোধনের সময়ে বাঙালিরা মেতে ওঠেন দুর্গাপুজোয় ৷ সে সময় মা দুর্গার পুজোতে নিষ্ঠাভরে পুজো করেন সকলেই ৷ দেবী মহামায়ার আরধনায় ব্রতী হন ভক্তরা ৷ এ বার চৈত্র মাসের বাসন্তী পুজো ৷
2/ 8
প্রতি বছর, চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে শুরু হয় এই উৎসব । চৈত্র নবরাত্রি মার্চ এপ্রিল মাসে বা চৈত্র মাসেই পড়ে। চৈত্র নবরাত্রি ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে। যার সমাপ্তি হবে আগামী ২ এপ্রিল।
3/ 8
চৈত্র দুর্গা পূজাকে নববর্ষ বা নতুন বছর হিসেবে বিবেচনা করা হয়। মহারাষ্ট্র এবং কোঙ্কনে এটিকে গুড়ি পদওয়া পরব এবং দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় এই উৎসব উগাদি নামেও পরিচিত।
4/ 8
চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। এ ছাড়া এ সময় পুজো হয় দেবী অন্নপূর্ণার ৷
5/ 8
চৈত্র নবরাত্রি পালনের প্রধান উদ্দেশ্য হল, গ্রীষ্মের মরসুম এবং নতুন ফসলকে স্বাগত জানানো। কৃষকদের কাছে এই উৎসবের তাৎপর্য বেশি কারণ এই সময় তাঁরা ফসল কেটে বাড়িতে নিয়ে আসে আর জমি তৈরি করে নতুন ফস্লের জন্য।
6/ 8
এই উৎসব চলাকালীন, আম এবং লিচু গাছ মুকুলে পূর্ণ হয়। এই সময় অনেকে আবার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও প্রস্তুত করে থাকে।
7/ 8
চৈত্র নবরাত্রির প্রথম তিন দিন দেবী দুর্গার শক্তি ও তেজের উপাসনা করার জন্য উৎসর্গীকৃত এবং অন্য ছয় দিন ভক্তরা দেবী দুর্গার বিভিন্ন রূপের উপাসনা করেন।
8/ 8
শারদ নবরাত্রির মতো এই চৈত্র নবরাত্রির সময়ও একইভাবে আচার-অনুষ্ঠান মানেন ভক্তরা।