Cat Cry: বাড়ির বাইরে একনাগাড়ে বিড়াল কেঁদেই চলেছে ? এ কীসের ইঙ্গিত জানেন?

Last Updated:
শকুন শাস্ত্র মতে, বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে, বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে। বুঝতে পারে দুর্ঘটনা। কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল।
1/5
বিড়ালকে নিয়ে আমাদের মধ্যে নানা কুসংস্কার প্রচলিত। যা কিছু অশুভ, ভৌতিক, তার সঙ্গেই বিড়াল জড়িয়ে আছে! বিশেষ করে কালো বিড়াল। বাড়ির আশপাশে কালো বিড়াল দেখলেই বুক দুরুদুরু করে! ভূতের সিনেমা বা গল্পেও প্রেতাত্মা, অশুভ আত্মা বা ডাইনির ভূমিকায় কালো বিড়ালের দেখা মেলে! অনেক সময়ই দেখা যায়, বাড়ির বাইরে একনাগাড়ে কেঁদে চলেছে বিড়াল? এ কীসের ইঙ্গিত জানেন?
বিড়ালকে নিয়ে আমাদের মধ্যে নানা কুসংস্কার প্রচলিত। যা কিছু অশুভ, ভৌতিক, তার সঙ্গেই বিড়াল জড়িয়ে আছে! বিশেষ করে কালো বিড়াল। বাড়ির আশপাশে কালো বিড়াল দেখলেই বুক দুরুদুরু করে! ভূতের সিনেমা বা গল্পেও প্রেতাত্মা, অশুভ আত্মা বা ডাইনির ভূমিকায় কালো বিড়ালের দেখা মেলে! অনেক সময়ই দেখা যায়, বাড়ির বাইরে একনাগাড়ে কেঁদে চলেছে বিড়াল? এ কীসের ইঙ্গিত জানেন?
advertisement
2/5
অনেকেই বিশ্বাস করেন, বিড়ালের সঙ্গে অশুভ আত্মা যুক্ত রয়েছে। বিড়াল আগাম দুর্ঘটনার আভাস দিতে পারে। শকুন শাস্ত্র মতে, ভবিষ্যতে কী অঘটন ঘটতে চলেছে, তার আভাস দিতেই নাকি বিড়াল একনাগাড়ে কেঁদে চলে।
অনেকেই বিশ্বাস করেন, বিড়ালের সঙ্গে অশুভ আত্মা যুক্ত রয়েছে। বিড়াল আগাম দুর্ঘটনার আভাস দিতে পারে। শকুন শাস্ত্র মতে, ভবিষ্যতে কী অঘটন ঘটতে চলেছে, তার আভাস দিতেই নাকি বিড়াল একনাগাড়ে কেঁদে চলে।
advertisement
3/5
শকুন শাস্ত্র মতে, বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে, বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে। বুঝতে পারে দুর্ঘটনা। কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল।
শকুন শাস্ত্র মতে, বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে, বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে। বুঝতে পারে দুর্ঘটনা। কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল।
advertisement
4/5
শকুন শাস্ত্র অনুসারে, বাড়ির বাইরে বিড়ালের কান্না ঘরে নেতিবাচক শক্তি প্রবেশের লক্ষণ। শুধু বিড়ালের কান্নাই নয়। শকুনশাস্ত্র মতে, যদি বাড়ির বাইরে দেখেন দুটি বিড়াল লড়াই করছে, তার অর্থ হল,শীঘ্রই বাড়িতে আর্থিক সংকট আসতে চলেছে।
শকুন শাস্ত্র অনুসারে, বাড়ির বাইরে বিড়ালের কান্না ঘরে নেতিবাচক শক্তি প্রবেশের লক্ষণ। শুধু বিড়ালের কান্নাই নয়। শকুনশাস্ত্র মতে, যদি বাড়ির বাইরে দেখেন দুটি বিড়াল লড়াই করছে, তার অর্থ হল,শীঘ্রই বাড়িতে আর্থিক সংকট আসতে চলেছে।
advertisement
5/5
সেই কোন যুগ থেকে কালো বিড়ালকে অশুভ মানা হয়! এমনকী কালো বিড়াল রাস্তা পাড় হলে গাড়ি থামিয়ে দেন চালক! পথচলতি মানুষও খানিক্ষণ অপেক্ষা করে রাস্তা পার হন!
সেই কোন যুগ থেকে কালো বিড়ালকে অশুভ মানা হয়! এমনকী কালো বিড়াল রাস্তা পাড় হলে গাড়ি থামিয়ে দেন চালক! পথচলতি মানুষও খানিক্ষণ অপেক্ষা করে রাস্তা পার হন!
advertisement
advertisement
advertisement