Panipat Viral News: 'নবরাত্রির উপবাস করছি ঘরে একা থাকব...', বিয়ের ২৪ দিনের মাথায় কনে কথা মেনে নিল বর-শ্বশুরবাড়ি, তারপর যা ঘটল অবিশ্বাস্য...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bride Viral News: বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেল হরিয়ানার পানিপথের এক নববধূ। রাতে মাস্ক পরে কাউকে কিছু না বলে পালিয়ে যান।
*বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেল হরিয়ানার পানিপথের এক নববধূ। শ্বশুরবাড়ি থেকে পালানোর আগে নবরাত্রির উপবাস ভেঙে পরিবারের সদস্যদের খাওয়ান তিনি। এরপর রাতে মাস্ক পরে কাউকে কিছু না বলে পালিয়ে যান। অনেক ডাকাডাকির পরে নববধূকে খুঁজে পাওয়া না গেলে এলাকায় তল্লাশি শুরু হয়। যদিও শ্বশুরবাড়ির লোকজন সারারাত ধরে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি। ঘটনাটি ঘটেছে পানিপথের সামালখা শহরের এক গ্রামে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*পলাতক কনের স্বামী জানিয়েছেন, ২০২৫ সালের ১২ মার্চ পানিপথের ওই মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর নববধূ প্রায় ৮ দিন বাপের বাড়িতে ছিলেন। এরপর শ্বশুরবাড়ি এল, পুরো পরিবারের ভালভাবে সেবা করে সকলের মন জয় করে নিল। নবরাত্রি উপবাসের সময় তার আচরণে হঠাৎ পরিবর্তন আসে। উপবাস রাখতে আলাদা ঘরে থাকতে শুরু করেন। এরপরই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরিবারের পক্ষ থেকে এর কারণ জানতে চাইলে তিনি জানান, নিজের বাড়িতেও একইভাবে উপবাস রাখতেন তিনি। এরপর শ্বশুরবাড়ির সকলে আর কথা বাড়াননি, মেনে নেন বধূর একা থাকা। প্রতীকী ছবি।
advertisement
advertisement